X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রক্ত দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে সাংবাদিক আশিকুলকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২৩:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক আশিকুল ইসলামকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার রায়হান মিয়া। রক্ত দেওয়া নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডার জেরে ক্ষুব্ধ হয়ে আশিকুলকে হত্যা করেছেন বলে আদালতকে জানিয়েছেন রায়হান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন রায়হান। একই আদালতে রায়হানের সহযোগী সাফিন আহমেদ জুনায়েদের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

নিহত আশিকুল ইসলাম দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামে রক্তদানকারী সংগঠনের সদস্য ছিলেন।

রায়হানের জবানবন্দির বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘১০ দিন আগে পৌর শহরের কাউতুলীতে একটি হাসপাতালে এক রোগীকে রক্ত দিতে বাতিঘরের সদস্যদের ফোন দেওয়া হয়। তাদের ফোনে বাতিঘরের সদস্যরা রক্তদাতা সংগ্রহ করে হাসপাতালে যান। সেই রক্তদাতার একটি কথাকে কেন্দ্র করে বাতিঘরের সদস্য আব্দুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তখন আব্দুর রহমান বাতিঘরের অন্য সদস্যদের কল দিলে আশিকুল ইসলাম ওই হাসপাতালে যান। বাতিঘরের আরেক সদস্যের সঙ্গে একই হাসপাতালে যান রায়হানও। বিষয়টি নিয়ে রায়হানের সঙ্গে আশিকুলের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন দুজনকে ডেকে মীমাংসা করে দেন। কিন্তু সেই ক্ষোভ মনে পুষে রাখেন রায়হান।’

ওসি আরও বলেন, ‘সোমবার অবকাশ পার্কে মাসিক সভা ছিল বাতিঘরের। সেই খবর রায়হান তার সহযোগী জুনায়েদের মাধ্যমে নিশ্চিত হন। সভা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আশিকুল। মৌড়াইল এলাকায় পৌঁছালে আশিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রায়হান। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর সোমবার রাতেই রায়হান ও তার সহযোগী জুনায়েদকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রায়হান আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য জুনায়েদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

এদিকে, মঙ্গলবার আছরের নামাজের পর জানাজা শেষে বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের কবরস্থানে আশিকুলকে দাফন করা হয়েছে।

 

/এএম/
সম্পর্কিত
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা