X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২০:১৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:১৯

জমি নিয়ে বিরোধের জেরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্কুর খান (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী মান্নান খান, তার ছেলে আল-আমিন ও আহম্মদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার ফৈলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মো. মহিউদ্দিন খান একই গ্রামের মান্নান খান, তার স্ত্রী সাজেদা বেগম ও তাদের সন্তান আল-আমিন, আহম্মদ খান, সোহাগ খানের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেছেন। 

মামলার বাদী মহিউদ্দিন খান বলেন, ‘আমাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী মান্নান খানের। বিষয়টি সাত-আট মাসে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে প্রায়ই হুমকি দিতেন মান্নান খান। আজ আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় তাকে পিটিয়ে আহত করেছেন মান্নান খান ও তার ছেলেরা। চিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার বাবাকে তারা লাঠি দিয়ে পেটাচ্ছেন। পরে বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শুক্কুর খানের স্ত্রী আরোজা বেগম বলেন, ‘ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছিলাম। এ সময় চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখি স্বামীকে লাঠি দিয়ে পেটাচ্ছেন মান্নান খান ও তার ছেলেরা। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ফৈলাকান্দি গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন ও রাবেয়া বেগম জানিয়েছেন, প্রথমে শুক্কুর খানের সঙ্গে মান্নান খানের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মান্নান খান ও তার তিন ছেলে শুক্কুর খানকে পিটিয়ে জখম করেন। চিৎকার শুনে সবাই এগিয়ে আসেন। পরে হাসপাতালে নিয়ে যান।’

মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রতিবেশীরা বলেছেন, মান্নান খান ও তার তিন ছেলে শুক্কুর খানকে পিটিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪৪
ঢাকার রাস্তায় ডিএমপির উচ্ছেদ অভিযান, গ্রেফতার ১০
পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪১৫
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু
সহস্রাধিক সেলস আউটলেটে বিক্রি হবে ওয়ালটন পণ্য
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪৪
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪৪
ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ
ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ
বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের
বৃষ্টির মধ্যে দুই বাসের সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
সিরাজগঞ্জে চাহিদার তুলনায় বেশি ৪ লাখ কোরবানির পশু
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক
নতুন শাখা খোলায় কঠোর বাংলাদেশ ব্যাংক