X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সুপারি চুরির অপবাদে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:৩৭

কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির অপবাদে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার কলেজছাত্রের নাম মো. রায়হান (১৯)। তিনি কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

এ ঘটনায় রবিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে অভিযুক্ত ফজল কাদেরকে প্রধান আসামি করে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছেন রায়হানের বাবা মোহাম্মদ আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ফজল কাদেরের নেতৃত্বে চার/পাঁচ জনের একটি দল রায়হানকে তুলে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয়। খবর পেয়ে কাদেরের বাড়ির আঙিনা থেকে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। 

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রায়হান বলেন, ‘চুরি করেছি বলে ফজল কাদের ও তার ভাগিনা সহ ৪/৫ জন আমাকে তুলে নিয়ে তাদের বাড়িতে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। ইলেকট্রিক তার, লোহার রড দিয়ে তারা মারলে আমি অজ্ঞান হয়ে পড়ি।’

এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন রায়হানের মা হুরাইতুল জান্নাত (৩৮)। তিনি বলেন, ‘আমার ছেলে নির্দোষ। বিনা কারণে তাকে মেরেছে। আমি বিচার চাই।’

ফজল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফোন রিসিভ করেন তার বড় ভাই পরিচয়ে আজিজুল হক আজিজ নামে এক ব্যক্তি। তিনি নির্যাতনের ঘটনা অস্বীকার করেন।

আজিজুল হক আজিজ বলেন, ‘আমার ভাইকে মামলায় জড়ানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। সে এ ঘটনায় জড়িত না।’

এ প্রসঙ্গে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছাচ্ছে!
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দুই দিন পেছাচ্ছে!
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন আরও ৭ জন
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সিঙ্গাপুর থেকে আসবে ৫৮৪ কোটি টাকার এলএনজি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি