X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আদালতে কাঁদলেন মিতুর বাবা, বললেন বাবুলই আমার মেয়েকে হত্যা করিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০২৩, ২৩:৪২আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২৩:৪২

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার সাত বছর পর রবিবার (৯ এপ্রিল) আদালতে বিচারকাজ শুরু হয়েছে। প্রথমদিন সাক্ষ্য দিয়েছেন মিতুর পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। সাক্ষ্য দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় মেয়ে হত্যার বিচার চেয়ে আদালতের বারান্দায় কেঁদেছেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, ‘আমার মেয়ে মিতু এমন কী দোষ করেছে, যে কারণে তাকে মেরে ফেলতে হয়েছে। আমার মেয়েকে ভালো না লাগলে ডিভোর্স দিতে পারতো। তারপরও আমার মেয়ে আমার কাছে থাকতো। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘বাবুলই আমার মেয়ে মিতুকে হত্যা করিয়েছে। কারণ বাবুলের সঙ্গে বিদেশি এক এনজিওকর্মীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জেনে গিয়েছিল মিতু। এ কারণে মিতুকে পথের কাঁটা ভেবে বাবুল তার সোর্স মুসাকে দিয়েই হত্যা করিয়েছে।’

এর আগে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসীম উদ্দিনের আদালতে মিতু হত্যা মামলায় সাক্ষ্য দেন মোশাররফ। সাক্ষ্য দেওয়ার সময়ও তিনি কেঁদেছেন। বারবার মেয়ে হত্যায় জড়িতদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার আদালতে মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছি। জবানবন্দিতে বলেছি, বাবুলের সঙ্গে কক্সবাজারে কর্মরত বিদেশি এনজিওকর্মী গায়েত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে বাবুলের পরিকল্পনায় মিতুকে খুন করা হয়েছিল। এসব বিষয় আমি আদালতে তুলে ধরেছি। বাবুল আসামিকে চেনে এবং ঘটনার বিস্তারিত জানে। এরপরও মিতু খুন হওয়ার পর বাবুল মিথ্যার আশ্রয় নিয়ে জঙ্গিরা মিতুকে খুন করেছে উল্লেখ করে পাঁচলাইশ থানায় মামলা করেছে। প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমনটি করেছে বাবুল।’   

তিনি আরও বলেন, ‘আজ আদালতে আংশিক জেরা হয়েছে। আগামী ধার্য তারিখে আমি উল্লেখ করবো কেন মামলা করেছি।’

বাবুল আক্তারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী গোলাম মাওলা মুরাদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ।

সাক্ষ্যগ্রহণের সময় বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া এবং মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এ মামলার আসামিদের মধ্যে জামিনে থাকা এহতেশামুল হক ভোলাও আদালতে উপস্থিত ছিলেন। তবে কালু পলাতক ও মুসা নিখোঁজ রয়েছেন।

বাবুল আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে মিতু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথমদিন মিতুর বাবা মোশাররফ হোসেন সাক্ষ্য দেন।’

এর আগে ১৩ মার্চ একই আদালত বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত দেন।

২০১৬ সালের ৫ জুন ছেলে আক্তার মাহমুদ মাহিরকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের কাছে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে তিন জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে পাঁচলাইশ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব পায় নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালতের নির্দেশে ২০২০ সালের জানুয়ারিতে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর পাল্টে যায় মিতু হত্যা মামলার গতিপথ। পিবিআইয়ের তদন্তে উঠে আসে বাবুল আক্তারই মিতু হত্যার মূল আসামি।

/এএম/
সম্পর্কিত
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?