X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে মারধর

নোয়াখালী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ২৩:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২৩:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে মারধর করেছেন অভিভাবকরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার (২ আগস্ট) বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। শিক্ষককে মারধরের ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর বাবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিভাবকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ও অন্যান্য শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে গিয়ে যৌন হয়রানির কারণ জানতে চাইলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন প্রধান শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা ওই শিক্ষককে বেধড়ক মারধর করেন।

ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বলেন, ‌‘প্রধান শিক্ষক গত কয়েকদিন ধরে ওই ছাত্রীসহ কয়েকজনকে যৌন হয়রানি করে আসছিলেন। এতে ছাত্রীরা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকালে অভিভাবকরা বিদ্যালয়ে গেলে অশোভন আচরণ করেন প্রধান শিক্ষক। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষককে মারধর করেছেন তারা।’

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও ধরেননি। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, ‘যৌন হয়রানির বিষয়ে জানতে ছাত্রীদের অভিভাবকদের নিয়ে আমারও বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যাওয়ার আগেই প্রধান শিক্ষককে মারধর করেছেন অভিভাবকরা। তবে এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি তাদের।’

যৌন হয়রানির ঘটনায় অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী। তিনি বলেন, ‘এক ছাত্রীর অভিভাবক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি জেনেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দকে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে বলেছি। তবে এখন পর্যন্ত আমি কোনও লিখিত অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ পাই, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবো।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে বিকালে বিষয়টি জেনেছি। সঙ্গে সঙ্গে এ বিষয়ে তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।’ 

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‘প্রধান শিক্ষককে মারধরের কথা শুনেছি। তবে কোনও পক্ষই আমাদের কাছে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কারাতে প্রশিক্ষণার্থীদের যৌন হয়রানি: ক্রীড়া মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে চিঠি
ঢাবির ২ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান