X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কম্পিউটার দোকানের আড়ালে বানাতেন জাল জন্ম নিবন্ধন

নোয়াখালী প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭

নোয়াখালী হাতিয়ায় জাল জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগে হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকানের মালিক।

জানা গেছে, হাবিবুরের বুড়িরচর ইউনিয়ন পরিষদের পাশে একটি কম্পিউটার ও ফটোস্ট্যাট দোকান রয়েছে। তার দোকান থেকে বিভিন্ন সময় স্থানীয়রা জন্ম ও মৃত্যু সনদের জন্য অনলাইনে আবেদন করতেন। এই সুবাদে তার সঙ্গে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সখ্যতা তৈরি হয়। এরপর অর্থের বিনিময়ে জাল জন্ম নিবন্ধন তৈরির কাজ শুরু করেন।

সবশেষ, একমাস আগে বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের পারুল বেগম নামে একজনের জন্ম নিবন্ধন করে দেন হাবিবুর। পারুল বেগম তার জন্ম নিবন্ধন নিয়ে এসে নিজের সন্তানদের জন্ম নিবন্ধন করার জন্য একটি আবেদন জমা দেন ইউনিয়ন পরিষদে। পরে যাচাই-বাছাই করে দেখা যায়, তার জন্ম নিবন্ধন সনদটি সঠিক নয়। প্রিন্ট কপিতে চেয়ারম্যান ও ইউপি সচিবের স্বাক্ষরও জাল করে বসানো।

অনলাইনে দেখা যায়, পারুলের জন্ম নিবন্ধন সনদে পাশের ইউনিয়ন নিঝুম দ্বীপের একটি ঠিকানা দেওয়া আছে। পরে পারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুরকে ডেকে আনা হয় পরিষদে। একপর্যায়ে হাবিবুর এই জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিয়েছেন বলে স্বীকার করেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে অনেকে এসে তার কাছে জন্ম নিবন্ধন করেছেন বলে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে থাকেন। তাকে আটক করা হয়েছে শুনে রাতে অনেক লোক এসে পরিষদের সামনে ভিড় করেন। তাৎক্ষণিক চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকিকে জানান।

ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিবকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, জাল জন্ম নিবন্ধন পাওয়ার পর ইউপি সচিব পারুল বেগমকে নিয়ে এসে আমাকে ঘটনাটি জানান। পারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে আনা হয় পরিষদে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দেওয়া হয়।

ইউএনও সুরাইয়া আক্তার লাকি বলেন, হাবিবুরের জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে ২০০৪ এর ২১ এর ১ ধারা মোতাবেক একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে যে ইউনিয়নের আইডি ব্যবহার করে এই কাজ করেছেন তাকেও আইনের আওতায় আনা হবে। আমরা এই বিষয়ে কাজ করছি।

/এফআর/
সম্পর্কিত
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের
জামিন হয়নি মিল্টন সমাদ্দারের
সর্বশেষ খবর
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির