X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কিডনি রোগে ভুগছে দেশের ২ কোটি মানুষ, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা

কক্সবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:১০

বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। এত বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে। এর চিকিৎসা খুবই জটিল এবং ব্যয়বহুল হওয়ায় অনেক রোগী চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। এ অবস্থায় কিডনি রোগীদের বিদেশমুখী প্রবণতা কমাতে এবং দেশে চিকিৎসাসেবার মান বাড়ানোর কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত ১৭তম ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সে কিডনি বিশেষজ্ঞরা এসব কথা জানিয়েছেন। কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র পাড়ে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্টের সম্মেলন কক্ষে শুক্রবার রাতে তিন দিনের এ কনফারেন্স শুরু হয়। 

কনফারেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দেশের অধিকাংশ কিডনি রোগী সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এজন্য দেশে কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য এবং চিকিৎসাসেবার মান বৃদ্ধি  করতে হবে। তরুণ চিকিৎসকদের কিডনি রোগের চিকিৎসায় আধুনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার বিকল্প নেই। এই কনফারেন্সের মাধ্যমে বিদেশি রিসোর্স পারসন ও বিশেষজ্ঞদের মাধ্যমে দেশের নবীন কিডনি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা দেশের সাধারণ ও গরিব কিডনি রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে পারেন। সরকার জেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে ১০ বেডের এবং মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ বেডের কিডনি রোগীদের ডায়ালাইসিস সেন্টার করার উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়ন করতে আরও অভিজ্ঞ কিডনি চিকিৎসক ও নার্সিং স্টাফের প্রয়োজন আছে। 

কনফারেন্সে যুক্তরাষ্ট্রসহ সার্কভুক্ত দেশসমূহের কিডনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়েছেন। এ ছাড়া প্রায় চার শতাধিক বাংলাদেশি কিডনি রোগী চিকিৎসক অংশ নিয়েছেন।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব নিউরোলজির সভাপতি অধ্যাপক নারায়ণ প্রসাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিস অ্যান্ড ইউরোলজির পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ বাবরুল আলম।

/এএম/
সম্পর্কিত
হাসপাতালে এসে যুগ্ম সচিব দেখলেন সব লিফট নষ্ট, অকেজো রোগ পরীক্ষার মেশিন
মুখমণ্ডলের প্রথম সার্জারি শেষে দেশে ফিরেছেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মণ
স্বেচ্ছায় ২ শতাধিক সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্তে যুগান্তকারী অ্যান্টিভেনম
সর্বশেষ খবর
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভারত ছেড়ে দেশে ফেরার তোড়জোড়
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ