X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ভবনে ফাটল

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪

কুমিল্লা জেলা জজ ও দায়রা জজ আদালত ভবনটির অনেক অংশেই ফাটল ধরেছে। ভবনের নিচতলার বারান্দার মাঝখানের পুরো অংশই দেবে গেছে। পিলারের গোড়ায় ফাটল ধরে তা অনেকটাই বিচ্ছিন্ন। এই ভবনেই সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের খাসকামরা। তবে এসব কিছুর পরেও গত তিন বছরে একবারও ব্যবস্থা নেয়নি আদালতের কর্মকর্তারা। এতে ঝুঁকিতে আছেন বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা। আইনজীবী ও বিচারপ্রার্থীদের বক্তব্য, ‘কখন না জানি দেয়ালগুলো ভেঙে পড়ে!’

সরেজমিনে কুমিল্লা আদালত ঘুরে দেখা গেছে, প্রধান ফটকের সামনের দিকে দাঁড়িয়ে আছে ২০০০ সালের দিকে নির্মিত চারতলা ভবনটি। ভবনে আছে আদালতের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, জেলা ও দায়রা জজের খাসকামরাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এজলাস।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ভবনে ফাটল

আদালত চত্বরে ঢুকতেই পশ্চিম কোনায় চোখ আটকাবে ভবনের একটি বড় ফাটলে। সামনে এগিয়ে বারান্দায় ঢুকলে চোখে পড়বে টাইলসসহ বারান্দার মাঝ বরাবর অনেকটাই দেবে গেছে। বারান্দার পিলারগুলোতে তাকালে আঁতকে উঠবেন যে কেউ। পিলারগুলো থেকে বারান্দার ফ্লোর অনেকটাই বিচ্ছিন্ন।

নিচতলার হাতের বাম পাশে কয়েকটি কক্ষ যেতেই নামাজ পড়ার স্থান। এই অস্থায়ী মসজিদের ভেতরের অবস্থা আরও জরাজীর্ণ। মসজিদের মাঝখানের কিছু অংশ কয়েক ইঞ্চি দেবে গেছে। ছাদের অংশে কয়েক ফুট লম্বা ১০টির বেশি ফাটল। একই অবস্থা খাবারের ক্যান্টিনেও।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ভবনে ফাটল

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘নামাজ ও খাওয়ার ক্যান্টিনে যেতে হয় এই বারান্দা দিয়ে। বারান্দার দেবে যাওয়া আর মসজিদের ফাটল চোখে পড়েছে। জেলার বাইরে থেকেও মানুষ আসেন। দেখতেও কেমন দেখায়। এটি সংস্কার করা উচিত।’

এদিকে নাজুক অবস্থা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সালাম মোল্লার কক্ষে। এই কর্মকর্তার কক্ষের ডানপাশের দেয়ালে ফাটল। পেছনের রেকর্ড রাখার রুমে প্রবেশ করে পানি। এতে একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ভিজে নষ্ট হয়ে যায়।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ভবনে ফাটল

তিনি বলেন, ‘এসেই এই ফাটল দেখেছি। মাঝে মাঝে ভয় লেগে যায়। এখানকার সবাই এই ফাটল দেখে আমাকে এটা সেটা বলে। কিন্তু কী করার! ফাটল নিয়ে কাজ করতে হবে আমাদের। আমার কক্ষ দিয়ে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন মাঝে মাঝে খাস কামরায়ও প্রবেশ করেন। আমি ওনাকে বলেছি। উনি গণপূর্ত অধিদফতরে কল দিয়ে জানিয়েছেন। কর্মকর্তারা তাৎক্ষণিক এসে দেখে যান। কিন্তু পরে আর খবর থাকে না।’

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের বলেন, ‘আমি ফাটল দেখেছি। অনেক অংশ দেবেও গেছে। এটা প্রশাসনিক কাজ এরপরেও জেনেছি। ব্যবস্থা নেবো। কেন প্রশাসনিক কর্মকর্তা লিখিতভাবে জানাননি তারও তদন্ত করবো।’

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত ভবনে ফাটল

আদালতের অনুরোধের পরেও কেন কাজ করছেন না—এমন প্রশ্নে কুমিল্লা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মীর রাসেদুল করিম বলেন, ‘আমরা আদালতের অভিযোগের বিষয়ে জানি। ওনারা লিখিত অভিযোগ না দিলেও আমাদের জেলা ও দায়রা জজ মহোদয় কল দিয়ে জানিয়েছেন। আমিও একবার গিয়ে দেখেছি। রেকর্ড রুমের পানি আসার বিষয়টি আমরা খুঁজে বের করতে পারিনি। বাকিগুলোর টেন্ডার করে পাঠিয়েছি। আমাদের অনেক কাজ করতে হয়। কিন্তু সবগুলোই নিয়ম মেনে আগেই টেন্ডারের আওতায় আনতে হয়। পরে অনুমতি পেলে কাজ করতে হয়। আমরা আদালতের বিষয়টি দেখবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে ২ নারী কারাগারে
জবি শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিক কারাগারে
ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বারের সভাপতি বাসেত ও সম্পাদক বায়োজীদ
সর্বশেষ খবর
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
লন্ডন থেকে সিলেট হয়ে ফিরবেন খালেদা জিয়া, নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে