X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন: দ্বিগুণ ভোটে জয়ী নৌকার প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ২১:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ২১:৫৮

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। ১৩২ কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুই বারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট। হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়ী হলেন নৌকার প্রার্থী। 

রবিবার (০৫ নভেম্বর) রাত ৯টায় নির্বাচনি ফল ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এর আগে সকাল ৮টা থেকে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩২ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের জটলা তৈরি হয়নি। পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি।

১৩২ কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন তিন হাজার ১৪২ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক আম প্রতীকে ৭৩৯ ভোট পেয়েছেন। 

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১০ হাজার ৭২ জন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।

/এএম/
সম্পর্কিত
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন১১ পদের আটটিতে আওয়ামী লীগ পন্থিদের জয়
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
সর্বশেষ খবর
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
ততৃীয় ধাপে উপজেলা নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৫৮৮ জন
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মুঠোফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
পেঁয়াজ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানালেন কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে