X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ হত্যা: ফেনী যুবদল সভাপতি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৩, ১৩:৫৫আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৩:৫৫

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আসামি ফেনী যুবদলের সভাপতি জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১১ নভেম্বর) মধ্যরাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় ফেনী ‍র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‍্যাব বলছে, গ্রেফতার যুবদল নেতা জাকির হোসেন জসিম কনস্টেবল আমিরুল ইসলাম হত্যার মামলায় এজাহারনামীয় ৮৮ নম্বর আসামি। পল্টন থানায় মামলা নং-৫৪ । এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, এই মামলা ছাড়াও যুবদল নেতা জাকির হোসেনের বিরুদ্ধে ফেনী ও খাগড়াছড়িতে নাশকতা ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ তিন জনকে গ্রেফতার করে র‌্যাব তাদের ফেনী মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ছাড়া রবিবার সকালে মিছিল থেকে পুলিশ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজি মানিক, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধর্মপুর  ইউনিয়ন যুবদলের জিয়া উদ্দিন পাটোয়ারী, কালিদহে বিএনপি নেতা মহিউদ্দিন ও ছাত্রনেতা আরমানকে গ্রেফতার করেছে।

এদিকে, ফেনী জেলা যুবদলের সভাপতি-সম্পাদক ও পৌর যুবদল নেতাকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অন্তত ছয়টি এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশ সদস্য আমিরুল ছাড়াও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষের জেরে ওই দিন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
কারাগারে আইভী
সর্বশেষ খবর
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ