X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্কুলশিক্ষার্থীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ইকবাল হোসেন (৩২) নামে এক স্কুলশিক্ষককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় অপহৃত ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।

রবিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটঘর এলাকায় অভিযান পরিচালনা করে শিক্ষার্থীসহ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল হোসেন ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন নিবড়া এলাকার মৃত আরু মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অপহৃত ওই শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক ইকবাল হোসেন তাকে প্রায় সময়ই আলাদা ডেকে নিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। এ ছাড়াও শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। সে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবার তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

গত ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনের রাস্তার গেলে পূর্বপরিকল্পিতভাবে শিক্ষক ইকবাল হোসেন তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে কসবা থানায় স্কুলশিক্ষক ইকবাল হোসেনকে একমাত্র আসামি করে একটি অপহরণ মামলা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, মামলার আসামি ইকবাল হোসেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাটঘর এলাকায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে শিক্ষার্থীকে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় গুলি: যুবদল নেতা হাসান মাহমুদ মাদকসহ গ্রেফতার
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সর্বশেষ খবর
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ