X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

তৃতীয়বার এমপি হলে যা যা করবেন নিজাম উদ্দিন হাজারী

রফিকুল ইসলাম, ফেনী
০৪ জানুয়ারি ২০২৪, ২১:৩৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২১:৩৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন নিজাম উদ্দিন হাজারী। ভোট সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দলীয় নির্বাচনি ইশতেহারের পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। এবার এমপি হলে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি উন্নয়নমূলককাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নৌকা প্রতীকের এই প্রার্থী।

একসময় ফেনীর রাজনীতিতে ‘অধিপতি’ ছিলেন জয়নাল আবেদীন হাজারী। রাজনৈতিক পটপরিবর্তন ও নানা ঘটনাচক্রে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের দাপুটে নেতা নিজাম উদ্দিন হাজারী হয়ে ওঠেন ফেনীর সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা। ২০১১ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এক বছর পরই ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দাপুটে জয় পেয়ে সংসদ সদস্য হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে তৃতীয়বারের মতো দলীয় প্রতীক নিয়ে লড়ছেন। বর্তমানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন। এবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই প্রার্থী।

ফেনীতে নির্বাচনি পথসভায় বক্তব্য রেখেছেন আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী

নিজাম উদ্দিন হাজারীর ১০ প্রতিশ্রুতি

১. ফেনীকে শান্তিপূর্ণ ও সবচেয়ে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা।
২. এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
৩. সবার জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
৪. উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ।
৫. ফেনী মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ।
৬. সব শ্রেণিপেশার মানুষের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ।
৭. দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান সৃষ্টি ও কলকারখানা স্থাপন।
৮. বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সবার জন্য ভাতার ব্যবস্থা করা।
৯. দলমত নির্বিশেষে জনতার এমপি হওয়া।
১০. আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন।

নিজাম উদ্দিন হাজারীর ১০ প্রতিশ্রুতি

তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো উল্লেখ করে নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আমি দুই মেয়াদে এমপি হয়ে ফেনী সদরসহ পুরো জেলায় অভূতপূর্ব উন্নয়নকাজ করেছি। পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে পেরেছি। আগামীতে ফেনীকে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য যা যা করার দরকার, সবাই করবো।’

ভোট সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নিজাম উদ্দিন হাজারী

বিগত ১০ বছরে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করেছি জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় যেসব অসমাপ্ত কাজ আছে, সেগুলো আগামীতে শেষ করবো। আরও কিছু উন্নয়ন প্রকল্প পাস হয়ে আছে, সেগুলোর কাজ করবো। এবার নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। এবার ফেনী মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেবো। এছাড়া সব শ্রেণিপেশার মানুষের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করবো। দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান সৃষ্টি ও কলকারখানা স্থাপন করবো।’

ফেনীতে নৌকার গণসংযোগ করেছেন নিজাম উদ্দিন হাজারী

আমাদের দলীয় নির্বাচনি ইশতেহারে আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা বলা আছে জানিয়ে নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘স্থানীয়ভাবে উন্নয়নকাজ চলমান আছে। এর বাইরে উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করবো। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সব চেষ্টা চালিয়ে যাবো। সবার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। আমার লক্ষ্য সবার টেকসই উন্নয়ন নিশ্চিত করা। যে উন্নয়ন একটি গোষ্ঠী কিংবা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমাজের প্রান্তিক স্তরের মানুষটিও উন্নয়নের সুবিধা পাবেন। পাঁচ লাখ কোটি থেকে সাত লাখ কোটি টাকার বাজেট আমাদের সরকার দিয়েছে। এর মধ্যে এক থেকে দেড় লাখ কোটি টাকার বাজেট সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে ব্যয় হবে। দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষও এর সুবিধা পাচ্ছেন এবং পাবেন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সবার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। গৃহহীনদের আরও ঘর দেওয়া হবে। এসব উন্নয়নের সুবিধা সবাই পাচ্ছেন এবং পাবেন। সেই লক্ষ্য নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছি আমরা।’

ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে দুবারের এই এমপি আরও বলেন, ‘এখানে কোনও জাল ভোট হবে না, সাধারণ ভোটারদের ভোটে জয়ী হতে চাই। আমি দলমত নির্বিশেষে জনতার এমপি হতে চাই। এজন্য সবাইকে বলেছি, ভোট দিতে আসেন। কিন্তু এই কথা কাউকে বলছি না যে, নৌকায় ভোট দিন। কারণ আমি জানি, মানুষ ভোট দিতে এলে নৌকায় দেবে। তাই মানুষকে কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
সংসদ নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য, আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিএনপি ফের নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পেয়ে যাবে: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...