X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘বেফাঁস’ কথা বলায় বৃদ্ধকে চড়-থাপ্পড় দিয়েছি: ইউপি সদস্য

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ০২:৪০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:১৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ইউপি সদস্যের দোকানে পণ্য না কেনায় মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আরিফুর রহমান (৩৮)। তিনি কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় ব্যক্তিরা জানান, কেরোয়া ইউনিয়নের জোড়পোল বাজারে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচারের ব্যবসা রয়েছে। বৃদ্ধ বেল্লাল ভাতিজার ভবন নির্মাণের জন্য আরিফুরের দোকান থেকে রড-সিমেন্ট না কেনায় তাকে মেরে আহত করেন আরিফুর। পরে বৃদ্ধকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, আমার ভাতিজার ভবন নির্মাণকাজের জন্য রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েক দিন ধরে আমাকে চাপ দিয়ে যাচ্ছিল আরিফ মেম্বার। কিন্তু তার দোকান থেকে এসব মালামাল না কেনায় সে আমাকে ঘটনাস্থলে পেয়ে মারধর করে খালে ফেলে দেয়। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

মো. বেল্লাল হোসেন পাটওয়ারী

তিনি বলেন, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও সে অনেকের সঙ্গেই এমন করেছে। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেফতারও হয়েছিল সে। আমাকে নির্যাতনের উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য মো. আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পড় দিয়েছি। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনার বিষয়টি সাজানো।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ