X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিচারের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নবমতম দিনে অভিযুক্তর কুশপুতুল টাঙিয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় ‘আমাকে জুতা মারুন, আমি তোমাদের বাবার মতো। আমি মতিন ধর্ষক; আমাকে জুতা মারুন’ ইত্যাদি কুশপুতুলের গায়ে লেখা ছিল।

রসায়ন বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশফাক মুনতাকিন বলেন, আমরা উপাচার্যের কাছে গিয়েছি, তখন তিনি ছিলেন না। তবে আমরা তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছি, তারা বলেছে প্রতিবেদন লিখছে। যেহেতু আজ (সোমবার) উপাচার্য নেই, তাই কাল (মঙ্গলবার) উপাচার্য এলে তদন্ত কমিটি এই প্রতিবেদন জমা দেবে। যদি কাল কোনও ব্যবস্থা না গ্রহণ না করে, তাহলে আন্দোলন আরও কঠিন হবে।

এর আগে রবিবার শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, আমি তো তোমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য কাজ করছি। আমি কি বসে আছি? তদন্ত কমিটি শুক্র-শনিবার বাদ দিচ্ছে না। কমিটি আগামীকাল (মঙ্গলবার) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এখন তোমরা ক্লসে ফিরে যাও। তোমরা খুব দ্রুত এর সমাধান পাবে।

এর আগে গত বুধবার রসায়ন বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে উপাচার্য বরাবর অভিযোগপত্র দেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

অভিযোগে বলা হয়, থিসিস চলাকালীন সুপারভাইজার (অধ্যাপক) কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিক্যাল দেওয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক।

/এনএআর/
সম্পর্কিত
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বশেষ খবর
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু