X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ভাত রান্না করে মা গেলেন ভিক্ষা করতে, খেয়ে হাসপাতালে সন্তান

রায়পুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩

লক্ষ্মীপুরের রায়পুরে রাতে বিষ মেশানো খাবার (ভাত) খেয়ে ওমর আলী নামে এক বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই খাবার খেয়ে একটি হাঁসের বাচ্চাও মারা গেছে। ধারণা করা হচ্ছে, ভাতের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো ছিল।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টায় শিশু ওমরকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ওই শিশু রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসের হাট এলাকার বৃদ্ধ মোসলেম আলী ও রূপবানুর ছেলে।

শিশুর মা রূপবানু জানান, তিনি মানুষের বাড়িতে কাজ করেন। মাঝেমধ্যে ভিক্ষা করেন। সোমবার সকালে ভাত-তরকারি রান্না করে ভিক্ষা করতে যান। সন্ধ্যায় ফিরে দেখেন ওমর অসুস্থ হয়ে ছটফট করছে। তাৎক্ষণিক তাকে হাসপাতাল আনা হয়। শত্রুতা করে কেউ একজন তার রান্না করা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে ধারণা করছেন।

শিশুর বাবা মোসলেম আলী বলেন, ওমর কান্নাকাটি করলে তাকে ভাত খেতে দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কেউ শত্রুতা করে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, রাতের খাবার (ভাত) খাওয়ার পর শিশুটি অচেতন হয়ে পড়ে বলে জানায় বাবা-মা। একইসময় ওই ভাত খেয়ে তাদের হাঁসের একটি বাচ্চাও মারা যায়। শিশুটির অবস্থাও খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাতের সঙ্গে বিষ জাতীয় কোনও কিছু মেশানো ছিল।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতাল গিয়ে শিশুটিকে নোয়াখালীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আর্থিক সামর্থ্য না থাকায় সাধারণ মানুষ টাকা উত্তোলন করে শিশুটির চিকিৎসার জন্য দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ