X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ, আধাবেলা অবরোধ

রাঙামাটি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ এখনও নিহতের লাশ উদ্ধার করতে পারেনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নিপুণ চাকমা। তিনি ইউপিডিএফের সদস্য বলে দাবি করছে সংগঠনটি।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাঘাইছড়িতে আধাবেলা অবরোধ পালন করছে ইউপিডিএফ। সকালে উপজেলার একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফকর্মী। এ সময় মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে জেএসএস (এমএন লারমা) জানিয়েছে, তারা এর সঙ্গে জড়িত নন।

ইউপিডিএফ (প্রসীত) দলের বঙ্গলতলী ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা দাবি করেন, জেএসএস-এমএনলারমার সদস্যরা বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ব্রাশফায়ার করে আমাদের এক কর্মীকে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

জেএসএসের (এমএনলারমা) বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের সংগঠনের কোনোভাবে জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি, তবে এখনও নিশ্চিত হতে পারিনি। গতকাল সারা রাত আমরা তল্লাশি চালিয়েছি, আজ সকাল থেকেও আমরা তল্লাশি শুরু করেছি। তবে এখনও তেমন কিছু পাইনি।

/এফআর/
সম্পর্কিত
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
এমপি আজীম হত্যাকাণ্ডখুনির সঙ্গে তৃতীয় মাধ্যমে যোগাযোগ করেন মিন্টু, দিয়েছেন অর্থ
নড়াইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ