X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ১৯:১২আপডেট : ১৭ জুন ২০২৪, ২০:৩৪

বিএনপি সেন্টমার্টিন নিয়ে যেসব কথা বলছে তাতে ‘গুজব ছড়ানো’ হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘আপনারা সবসময় (গণমাধ্যমকর্মী) ওবায়দুল কাদের সাহেবের রেফারেন্স দিয়ে কথা বলেন তো, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না।’

সোমবার (১৭ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। কারণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এ জন্য পছন্দ করি না, ওবায়দুল কাদের সাহেবের কথার জবাব দিতে আমার রুচিতে বাধে। যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন– যদি সত্যকে উপলব্ধি না করেন, তারা যদি দেশের সমস্যা, গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কীভাবে শাসক হবেন’ বলে প্রশ্ন তোলেন তিনি।

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপি মহাসচিব। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

দলের ভেরিফায়েড পেজে মির্জা ফখরুলের বক্তব্য ও ভিডিও দিয়ে প্রচার করা হয়েছে।

‘তবে হ্যাঁ, মিয়ানমার ইস্যু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা সত্য সেখানে গোলাগুলি হচ্ছে’, বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব ওবায়দুল কাদেরের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘যদি বিএনপি সেন্টমার্টিন প্রশ্নে গুজবই ছড়াবে তাহলে টেকনাফ থেকে সেন্টমার্টিনে সব জাহাজ চলাচল বন্ধ কেন! কেন সেনাবাহিনী ও বিজিবি প্রধান ঘন ঘন ওই অঞ্চল সফর করছেন। কেন মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে।’ তার মন্তব্য, সঙ্গত কারণেই আমরা উদ্বিগ্ন।

বিএনপি মহাসচিব বলেন, ‘মুদ্রাস্ফীতির কারণে ঈদ উদযাপন সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টের ও কঠিন হয়ে যাচ্ছে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান ফখরুল। তিনি বলেন, ‘আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। এই ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে।’

‘এদিন আমরা পশু কোরবানির মধ্য দিয়ে আমাদের মধ্যে যেসব অশুভবোধ আছে তা ত্যাগ করি। একই সঙ্গে আমাদের জীবনকে যেন সুন্দর, সৎ ও পবিত্রতার বোধে রাখতে পারি সে প্রার্থনা করি’, বলেন মির্জা আলমগীর।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা দেখেছি দেড় যুগ ধরে এই দখলদার আওয়ামী লীগ সরকার জনগণের সব আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। জনগণের অধিকারগুলো, ভোটের অধিকারকে পদদলিত করে দিয়েছে। গণতান্ত্রিক অধিকারগুলো পদদলিত করে তারা আজকে জোর করে শাসন ব্যবস্থা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।’

ওবায়দুল কাদের প্রসঙ্গে বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ফখরুল আরও উল্লেখ করেন, ‘শুধু তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছে করে না। এ জন্যই জনগণ এখন তাদের পছন্দ করে না। তারা (আওয়ামী লীগ) এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা এখন শুধু মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ জন্য এসবে আমরা গুরুত্ব দেই না।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
এনসিপির কার্যালয়ের নিচে ককটেল হামলা, ইশরাকের নিন্দা
নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে চীন: মির্জা ফখরুল
বিএনপি মব প্রশ্রয় দেয় না: আমিনুল হক
সর্বশেষ খবর
ভোক্তা ব্যয় হ্রাসে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রিতে মন্দা: অর্থনীতির বাস্তবচিত্র
ভোক্তা ব্যয় হ্রাসে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রিতে মন্দা: অর্থনীতির বাস্তবচিত্র
মেট্রোরেলে আসছে ইউনিভার্সেল টিকিট, ডেবিট-ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ
মেট্রোরেলে আসছে ইউনিভার্সেল টিকিট, ডেবিট-ক্রেডিট কার্ডে ভাড়া পরিশোধ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, তীব্র হামলার নির্দেশ, প্রত্যাখ্যান তেহরানের
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, তীব্র হামলার নির্দেশ, প্রত্যাখ্যান তেহরানের
বিদেশ থেকে যা ঋণ আসে পাওনা মেটাতেই চলে যায়: শিক্ষা উপদেষ্টা
বিদেশ থেকে যা ঋণ আসে পাওনা মেটাতেই চলে যায়: শিক্ষা উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি
কাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দোহাগামী বিমানের সব ফ্লাইট বন্ধ ঘোষণাকাতারের উদ্দেশে ছাড়া ফ্লাইট নামলো ওমানে, আবার ফিরছে ঢাকায়
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হচ্ছে আজ, যেসব সুবিধা পাওয়া যাবে
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা
ফ্ল্যাট বিক্রিতে ধস, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা