X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদে নৈশপ্রহরীর হাত-পা বাঁধা লাশ

চাঁদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজার কৃষি ব্যাংকের কার্যালয়ের ছাদ থেকে ওই ব্যাংকের নৈশপ্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহাদাত হোসেন উপজেলার গজরা ইউনিয়নের গজরা গ্রামের মো. সামাদ সরকারের ছেলে। দুই মাস আগে নৈশপ্রহরী হিসেবে ওই কার্যালয়ে যোগ দেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাংকের কাছাকাছি একটি কক্ষে থাকতেন শাহাদাত। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর ব্যাংকের নিচতলায় দায়িত্ব পালন করছিলেন। রাত ১২টার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়নি। সকালে বাড়ি না ফেরায় মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পান স্বজনরা।

শাহাদাতের ফুফু রহিমা বেগম একই ব্যাংকে রান্নাবান্নার কাজ করছেন। তিনি বলেন, ‘রাতের ডিউটি শেষে সকালে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে থাকি। একপর্যায়ে ব্যাংকের ছাদে গিয়ে খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পাই। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’

শাহাদাতের মা শিরীন বেগম বলেন, ‘দুই মাস হলো চাকরিতে যোগ দিয়েছে ছেলে। এক মাসের বেতন পেলো। প্রতিদিন বিকালে ডিউটিতে গিয়ে সকালে বাড়ি ফেরে। তার সঙ্গে কারও শত্রুতা নেই। কে বা কারা কী জন্য, ছেলেটাকে মেরে ফেললো বুঝতেছি না। আমি ছেলে হত্যার বিচার চাই।’

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ব্যাংকে এসে তারা দেখেন কার্যালয়ের কলাপসিবল গেট ভাঙা। গেটের সামনে স্থাপিত ব্যাংকের সিসিটিভি ক্যামেরাগুলো নেই। তবে কার্যালয়ের ভেতরে গিয়ে দেখেন জিনিসপত্র সব ঠিক আছে। এর কিছুক্ষণ পর শাহাদাতের পরিবারের সদস্যরা এসে তার সন্ধান চান। কোথাও খুঁজে না পেয়ে তাদের নিয়ে ব্যাংকের কার্যালয়ের ছাদে গিয়ে তিন কর্মকর্তা-কর্মচারী দেখেন, সেখানে একটি খুঁটিতে শাহাদাতের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত শাহাদাত হোসেন

পুলিশ জানায়, শনিবার রাতের কোনও একসময় শাহাদাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গেটের সামনে থাকা ব্যাংকের সিসিটিভি ক্যামেরাগুলো নিয়ে গেছে তারা। তবে ব্যাংকে লুটপাটের কোনও ঘটনা ঘটেনি। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। 

এ ব্যাপারে জানতে চাইলে গজরা বাজার কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল বলেন, ‘ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবো না।’

এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে হত্যা করা হলো বা তার সঙ্গে ব্যাংকের ভেতরের কিংবা এলাকার কারও দ্বন্দ্ব ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

/এএম/
সম্পর্কিত
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা