X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘শিক্ষাপ্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু মানসম্মত শিক্ষার’

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১৭:৫৯আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭:৫৯

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত থাকলেও মানসম্মত শিক্ষার অভাব আছে বলে জানিয়েছেন কুমিল্লা কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। শনিবার (২ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যােগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে এই সংসদ সদস্য আরও বলেন, ‘শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকাই সর্বাধিক। দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের আন্তরিক হতে হবে। আপনারাই সমাজের পরিবর্তন করতে পারবেন। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।’

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নানা দাবি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য বলেন, ‘আপনারা অনেক কিছু দাবি করেছেন। দাবিগুলো সংসদে তুলে ধরার চেষ্টা করবো। দেবিদ্বারের অনেক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আমি চেষ্টা করবো ঝুঁকিপূর্ণ ভবনগুলো নতুনভাবে তৈরি করার। পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা হবে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমান ও সহকারী শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করতে একসঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
সর্বশেষ খবর
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
আফতাবনগরে মীনা বাজারের ৪১তম আউটলেট
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার