X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘শিক্ষাপ্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু মানসম্মত শিক্ষার’

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১৭:৫৯আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭:৫৯

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত থাকলেও মানসম্মত শিক্ষার অভাব আছে বলে জানিয়েছেন কুমিল্লা কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। শনিবার (২ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যােগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে এই সংসদ সদস্য আরও বলেন, ‘শিক্ষার মান বাড়বে শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকাই সর্বাধিক। দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের আন্তরিক হতে হবে। আপনারাই সমাজের পরিবর্তন করতে পারবেন। শ্রেণিকক্ষে আধুনিক পদ্ধতিতে নিয়মিত ও যথাযথ পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের ওপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।’

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নানা দাবি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য বলেন, ‘আপনারা অনেক কিছু দাবি করেছেন। দাবিগুলো সংসদে তুলে ধরার চেষ্টা করবো। দেবিদ্বারের অনেক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আমি চেষ্টা করবো ঝুঁকিপূর্ণ ভবনগুলো নতুনভাবে তৈরি করার। পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করা হবে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমান ও সহকারী শিক্ষক নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের ঐক্যের আহ্বান
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে