কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় মহানগর এলাকায় ১০৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।
সকালে ভোট শুরুর সময় কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রার্থীর ব্যাজ পরা সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।
প্রার্থীদের গণসংযোগ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকাল ১০টায় নগরীর হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেবেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা সকাল ৯টা থেকে ১০টার মধ্যে একই কেন্দ্রে ভোট দেবেন। সকাল ৮টার দিকে একই কেন্দ্র ভোট দেবেন হাতি প্রতীকের নূর-উর রহমান মাহমুদ তানিম।
জানা গেছে, দুই উপজেলার ২৭টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি করপোরেশন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ প্রার্থী। ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতী প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন। ভোটকক্ষের সংখ্যা ৬৪০টি। প্রিজাইডিং কর্মকর্তা ১০৫ জন সহকারী প্রিজাইডিং ৬৪০ জন, পোলিং এজেন্ট এক হাজার ২৮০ জন। নয় জন ম্যাজিস্ট্রেট, ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব ২৭ টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১৩৩৯ জন ও নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। এ ছাড়াও দুটি থানার দুইটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।
কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘ফল ঘোষণা পর্যন্ত আমাদের নিরাপত্তাবেষ্টনীতে থাকবে কুমিল্লা নগরী। প্রত্যেক কেন্দ্রকে আমরা সমান গুরুত্ব দিয়ে কাজ করছি। কোনও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’