X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ছেলেকে প্রার্থী করায় এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি

নোয়াখালী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৯:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:১০

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সংসদ সদস্য পদ স্থগিত ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। দলীয় প্রধানের আদেশ অমান্য ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজের ছেলেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন ও সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে খায়রুল আনম চৌধুরী বলেন, ‘দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে বলেছেন। পক্ষান্তরে মন্ত্রী ও এমপিদের আত্মীয়-স্বজন যেন নির্বাচন থেকে সরে দাঁড়ান, সেই নির্দেশনা দিয়েছেন। কিন্তু সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলের সভানেত্রীর নির্দেশনা অমান্য করে তার ছেলেকে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করিয়েছেন আমাকে ও দলকে অপমান করানোর জন্য।’

খায়রুল আনম চৌধুরী আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নোয়াখালী পৌরসভার মেয়রের কক্ষে আমাকে নেতাকর্মীদের সামনে অপমান করেছেন একরামুল করিম চৌধুরী। সেখানে আমার দিকে তেড়ে এসে হুমকি দিয়ে বলেছিলেন আমাকে দেখে নেবে। তার ওই হুমকিতে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। সেজন্য চিকিৎসাজনিত কারণে কিছুদিন ঢাকায় ছিলাম। কিন্তু দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি; যেন সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে পারি।’

একরামুল করিম তার ছেলেকে কবিরহাট থেকে এনে সুবর্ণচরের ভোটার করে আমার ও দলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রার্থী করিয়েছেন জানিয়ে খায়রুল আনম বলেন, ‘তিনি মনে করেন, দল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেনা। কারণ তিনি এমপি। অঢেল টাকা, পেশিশক্তি, সন্ত্রাসী বাহিনী, অবৈধ অস্ত্র এবং এমপির ক্ষমতার প্রভাব খাটিয়ে ছেলেকে জয়ী করতে উঠেপড়ে লেগেছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন। যা তা ভাষায় গালিগালাজ করছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তার এমন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো, যেন তিনি দ্রুত একরামুল করিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন বলেন, ‘সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ছেলেকে ভোট না দিলে উন্নয়নকাজ বন্ধ করার হুমকি দিয়ে তার শপথ ভঙ্গ করেছেন। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। আওয়ামী লীগের নেতাদের হুমকি দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়রকে তার অফিস থেকে বের হতে দেবেন না বলেও হুমকি দিচ্ছেন। যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। একজন আইন প্রণেতা হয়ে তিনি আইনবহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এজন্য করামুল করিম চৌধুরীর সংসদ সদস্য পদ স্থগিত ও দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি আমরা।’

এসব অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

খায়রুল আনম চৌধুরী টানা তিন মেয়াদে সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এবার তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছেলে আতাহার ইশরাক চৌধুরী সাবাবকে দাঁড় করান সংসদ সদস্য একরামুল করিম।

দলীয় নেতাদের জানিয়েছেন, একরামুল করিম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। কমিটিসহ নানা বিষয়ে দলের সভাপতি খায়রুল আনম চৌধুরীর সঙ্গে তার বিরোধ রয়েছে। বিরোধের জেরেই খায়রুল আনামকে হারাতে নিজের ছেলেকে উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী করেছেন।

/এএম/
সম্পর্কিত
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা