X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া যুবককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জুন ২০২৪, ১৮:৩১আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:৩১

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্ত্র হাতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (৯ জুন) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার  মনসা বাদামতল এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশায় চাঁদাবাজির নিয়ন্ত্রণের আধিপত্য ধরে রাখতে এ সংঘর্ষ হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্র হাতে থাকা যুবকের ছবিটি ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে ভাইরাল হওয়া ছবিটি পটিয়া উপজেলার এনাম নামে এক যুবকের। তার বাড়ি উপজেলার জঙ্গলখাইন গ্রামে বলে জানা গেছে।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ সোমবার বিকাল পর্যন্ত থানায় মামলা করেনি।

ওসি বলেন, ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে থাকা যুবকের ছবি ছবিটি আমার নজরে এসেছে। তাকে গ্রেফতারে আমাদের অভিযান শুরু হয়েছে। আশা করছি, শিগগিরই তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব।

স্থানীয় লোকজন জানান, মনসা বাদামতল এলাকায় সিএনজি স্টেশন নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকালে স্থানীয় সিএনজি সমিতির সভাপতি মো. ফোরকানের সঙ্গে স্থানীয় মহিউদ্দিন ও এরফানের মারধরের ঘটনা ঘটে। ফেরকানকে মারধরের খবর পেয়ে তার গ্রামের স্থানীয় লোকজন ঘটনাস্থল বাদামতল মোড়ে এলে দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও কয়েকটি বসতঘরে হামলা চালিয়ে জানালার গ্লাস ও টিনের দরজা ভাঙচুর করা হয়।

পটিয়ায় অবৈধভাবে হাজার হাজার সিএনজি অটোরিকশা চলাচল করছে। এসব গাড়ি থেকে টোকেনের মাধ্যমে মাসিক এক হাজার টাকা এবং দৈনিক ২০ টাকা করে চাঁদা আদায় করে নিয়ন্ত্রকরা। এতে প্রতি মাসে বড় অঙ্কের বাণিজ্য হয়। এ চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রায় সময় ঘটছে এ সংঘর্ষের ঘটনা।

স্থানীয় সিএনজি অটোরিকশা সমিতির সভাপতি ফোরকান বলেন, স্থানীয় মহিউদ্দিন সিএনজির চালক বা মালিক না হয়েও দীর্ঘদিন ধরে সমিতি নিয়ন্ত্রণ করে আসছিল। সমিতির নামে প্রত্যেক সিএনজি থেকে দীর্ঘদিন ধরে সে তাহের নামের এক চালককে দিয়ে চাঁদা তুলে আসছিল।

/এফআর/
সম্পর্কিত
নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করলো কিশোর
অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সিএমপির অভিযানে গ্রেফতার ৩০
ধরিয়ে দেওয়ার পুরস্কার ঘোষণার পরও অধরা সেই সন্ত্রাসী
সর্বশেষ খবর
শেখ পরিবারের নামে থাকা ১৪টি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনে অধ্যাদেশ জারি
শেখ পরিবারের নামে থাকা ১৪টি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনে অধ্যাদেশ জারি
‘রমজানে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে ডিম ও মাংসের দাম’
‘রমজানে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে ডিম ও মাংসের দাম’
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত