X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ঘুরতে এলেন ১২ বন্ধু, রাতে পাহাড়ের ক্যাম্পে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৯:১৩আপডেট : ২২ জুন ২০২৪, ১৯:১৩

বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুরতে এসে এক মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১)। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্প স্থাপন করে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বন্ধুরা।

আবিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্দিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, কালিহাতী উপজেলার গান্ধিনা এলাকার ১২ জনের একটি গ্রুপ মারাইতং পাহাড়ে ভ্রমণে আসেন। শুক্রবার রাতে পাহাড়ে ক্যাম্প স্থাপন করে থাকার সময়ে হঠাৎ আবিদের খিচুনি ওঠে। সহপাঠীরা রাত দেড়টার দিকে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আবিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, ‌‘ঈদের ছুটি উপলক্ষে কালিহাতী থেকে ১২ জন বন্ধু মারাইতং পাহাড়ে ভ্রমণে এসে রাতে তাঁবু টানিয়ে শুয়ে পড়ি। সবকিছু ভালোই ছিল। হঠাৎ খিচুনি উঠে অসুস্থ হয়ে পড়ে আবিদ। রাত দেড়টার দিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার আগেই মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে।’

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশটি থানায় আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
তিন দিনে হজে গেছেন ১৩১৯১ জন, একজনের মৃত্যু
বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত দুই যাত্রী
চট্টগ্রামে খাল-নালার ৫৬৩ স্থান ঝুঁকিপূর্ণ, দেওয়া হচ্ছে বাঁশের বেড়া
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’