X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৪, ১২:৫০আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:৫০

চট্টগ্রামে নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেল এবং লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর সমর্থনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে। এতে সড়ক থেকে সরে না গেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের একজন মো. আরাফাত বলেন, ‘সকাল থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। পুলিশ বিনা কারণে আমাদের ওপর লাঠিচার্জ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।’ তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, চট্টগ্রামে সকাল থেকে সড়কে কমেছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-রাঙ্গামাটি, চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার বাস।

নগরীর ৩ নম্বর রোডসহ কয়েকটি সড়কে কিছু যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। আজ স্কুল-কলেজ বন্ধ থাকায় এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়কে লোকজনের আনাগোনাও অনেক কম। বড় কোনও সংঘর্ষের আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরে দেখা: ৫ জুলাই ২০২৪
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বশেষ খবর
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
শুল্ক-কর জমা এখন অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা