চট্টগ্রামে নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেল এবং লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’-এর সমর্থনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে। এতে সড়ক থেকে সরে না গেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের একজন মো. আরাফাত বলেন, ‘সকাল থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। পুলিশ বিনা কারণে আমাদের ওপর লাঠিচার্জ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।’ তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, চট্টগ্রামে সকাল থেকে সড়কে কমেছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-রাঙ্গামাটি, চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার বাস।
নগরীর ৩ নম্বর রোডসহ কয়েকটি সড়কে কিছু যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। আজ স্কুল-কলেজ বন্ধ থাকায় এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়কে লোকজনের আনাগোনাও অনেক কম। বড় কোনও সংঘর্ষের আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।