X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ২১:৪১আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২১:৪১

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ১৪ দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়তা বিষয়ক আহ্বায়ক অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্ধন এবং জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কবি মনির হোসেন বক্তৃতা করেন।

নাসির মিয়া বলেন, ‘গত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বলেছিল ধর্মান্ধ গোষ্ঠী হিসেবে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা হবে। দীর্ঘদিন পর হলেও বর্তমান সরকার তাদের নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। আমরা বলতে চাই, শুধু জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করলেই চলবে না। এই সংগঠনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এ ব্যাপারে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি।’

অসীম কুমার বর্ধন বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দীর্ঘ ৩৩ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার আজ তাদের রাজনীতি নিষিদ্ধ করার লক্ষ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটি সবার জন্য স্বস্তির খবর। এজন্য আমরা আনন্দ মিছিল বের করেছি। দ্রুত সময়ের মধ্যে তাদের নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি।’

এর আগে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। যেকোনো মুহূর্তে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

/এএম/
সম্পর্কিত
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
মাগুরায় শিশুটির বাড়িতে জামায়াতের আমির, পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস
ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের আইন চায় জামায়াতের ‘মহিলা বিভাগ’
সর্বশেষ খবর
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সব অন্যায়ের বিচার করবে: তারেক রহমান
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে