X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৮

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখনও আমাদের দল ক্ষমতায় আসেনি। এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি। আওয়ামী লীগ ছিল সেই প্রতিপক্ষ, সরকার ছিল সেই প্রতিপক্ষ। এখন কিন্তু বিএনপির প্রতিপক্ষ অদৃশ্য। সুতরাং আমাদের অনেক বেশি সাবধানতার সঙ্গে পথ চলতে হবে।

রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে’ আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রুমিন বলেন, ‘কোনও বাধা-বিপত্তি, হানাহানি, দলাদলি, যেকোনও অন্যায় কাজে যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয়—আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, যদি কেউ কোনও অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হন, তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি আরও বলেছেন, দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায়, তাহলে ইনশাআল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুতরাং মেসেজ খুব পরিষ্কার, আমরা ক্ষমতায় নেই, ক্ষমতার যাইনি। এখনও বিরোধী দলেই আছি। আমাদের নেতাকর্মীরা কোনও হানাহানি, অন্যায়, অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হন, সে ব্যাপারে দল থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলীয় শৃঙ্খলা বিষয়ে, আগামী দিনের নির্বাচন বিষয়ে, আমরা বিরোধী দল হিসেবে আমাদের কী কী দায়িত্ব থাকা দরকার, সব বিষয়ে আমাদের একটা দিকনির্দেশনা এবং সতর্কতা দিয়েছেন। আমরা আশা করি আমাদের দলের নেতাকর্মীরা সেই দিকনির্দেশনা মেনে চলবেন। স্বতন্ত্রভাবে আগামী দিনের রাজনীতি করবেন। এটাই আমাদের নেতার বক্তব্য ছিল।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক, রফিক শিকদার, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন এবং সদস্য কাজী নাজমুল হক তাপসসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও হলেন বিএনপি নেতাকর্মীরা
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল