X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নোয়াখালীর মানুষের জন্য ত্রাণ নিয়ে গেলেন রোহিঙ্গারা

টেকনাফ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৪

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গার একটি দল নোয়াখালী বন্যাকবলিত মানুষদের জন্য ত্রাণ নিয়ে গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বেসরকারি সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে নোয়াখালী ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে বিতরণ করেন রোহিঙ্গারা।

রোহিঙ্গারা বলেন, বন্যাকবলিত মানুষদের ভয়াবহতার খবর প্রকাশ হলে ১৯৯২ সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিলাম, সেই দুঃস্মৃতি মনে পড়ে। সেই চিন্তা থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। এর অংশ হিসেবে নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পে বাসিন্দা রোহিঙ্গা মাওলানা হাফেজ কদর উদ্দিনের নেতৃত্বে সাত জনের একটি প্রতিনিধি দল বন্যার্তদের জন্য নিবন্ধিত নয়াপাড়ার রোহিঙ্গাদের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য চাল ডাল চিনিসহ নগদ টাকা সংগ্রহ করা হয়। পরে ত্রাণগুলো বেসরকারি সংস্থা মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নম্বর ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে শুকনো খাবার, তেল ও  পানিসহ দুই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।

নোয়াখালীর মানুষের জন্য ত্রাণ নিয়ে গেলেন রোহিঙ্গারা

এ বিষয়ে ত্রাণ সংগ্রহ দলের সদস্য মুহাম্মদ সালাম বলেন, ‘মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনের শিকার হয়ে ১৯৯২ সালে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলাম। সে সময় বাংলাদেশের জনগণ আমাদের ত্রাণসহ বিভিন্নভাবে সহায়তা করেছিল। ফলে আজ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। আমরা বন্যাকবলিত এলাকায় এসে বুঝতে পারি, তাদের অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আরও সহতায় দরকার। আমাদের যার যার অবস্থান থেকে বন্যার্তদের সহায়তা দিয়ে পাশে থাকা উচিত।’ 

নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা সালাম বলেন, ‘১৯৯২ সালে বাংলাদেশে এলে এখানকার সাধারণ মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সেই মানুষগুলো বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়ে যায়। তাই তাদের ত্রাণে দিয়ে পাশে দাঁড়িয়েছি। সবার উচিত এসব ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো।’

/এফআর/
সম্পর্কিত
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
বলছেন রোহিঙ্গা নেতারাকরিডরের চেয়ে রাখাইনে সেফজোন করলে কাটবে রোহিঙ্গা সংকট
রৌমারী‌ সীমা‌ন্তে পুশব্যাক, ভূরুঙ্গামারী‌ সীমান্ত পা‌ড়ি দেওয়ার চেষ্টা: ৩৫ রোহিঙ্গাসহ আটক ৪৪
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান