X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
চট্টগ্রামে শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা

‘সারারাত যমুনার এসি চালাবেন, বিদ্যুৎ খরচ হবে মাত্র ১২-১৩ টাকার’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৪

নিত্যনতুন চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে বন্দর নগরী চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিকসের আরও একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন (শাহ আমনত সংযোগ সড়ক) এলাকায় ‘জাহানারা ইলেকট্রনিকস’-এর এক্সক্লুসিভ ডিলারের এই শোরুম ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকসের উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের বক্তারা বলেন, ‘যমুনা ইলেকট্রনিকসের সব পণ্য আন্তর্জাতিকমানের। গ্রাহক ভোগান্তি রোধের বিষয়টি মাথায় রেখে উৎপাদন করা হয় প্রতিটি পণ্য। এগুলো ৭৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী। এই শোরুমের মাধ্যমে যমুনা ইলেকট্রনিকসের সেরা পণ্যটি পৌঁছে যাবে গ্রাহকের কাছে।’  

অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার জাহানারা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিরেক্টর (সেলস) মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. সিফাত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপমা ফ্যাশন কালেকশনের স্বত্বাধিকারী জাবেদুল ইসলাম, বাকলিয়া এলাকার বিএনপি মোহাম্মদ মুছা, নজরুল ইসলাম সোহেল, সামাজিক সংগঠন মুক্ত কাফেলার সহসভাপতি মো. ইব্রাহিম ও ফারুক আজম। এ ছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা দেশের বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকসের পণ্যের মান, গুণাবলী সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

জাহানারা ইলেকট্রনিকস’-এর এক্সক্লুসিভ ডিলারের এই শোরুম ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকসের উর্ধ্বতন কর্মকর্তারা

প্রধান অতিথির বক্তেব্যে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিরেক্টর (সেলস) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ফ্রিজসহ পণ্য বিক্রি করার সময় ১০ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। কিন্তু বাস্তবতা হচ্ছে যুমনা ইলেকট্রনিকসের পণ্য এমনভাবে তৈরি করা হয়, যা আজীবন গ্যারান্টি। এসব পণ্যের কোনও দিন সার্ভিস লাগবে না। ইলেকট্রনিকস পণ্যে সার্ভিস লাগলে ক্রেতারা ভোগান্তির মধ্যে পড়েন। কেননা ফ্রিজে শিশুখাদ্যসহ নানা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এ কারণে আমরা এমনভাবে ফ্রিজ তৈরি করি যাতে কোনও দিন ক্রেতাকে সমস্যার মধ্যে পড়তে না হয়। গ্যারান্টি দিয়ে পণ্য দিচ্ছি। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের পণ্যগুলো ৭৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী। বিদ্যুৎ খরচ নেই বললেই চলে। সারারাত যমুনা ইলেকট্রনিকসের এসি চালাবেন বিদ্যুৎ খরচ হবে মাত্র ১২-১৩ টাকার।’

যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের অন্যান্য কর্মকর্তা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে ইলেকট্রনিকস জায়ান্ট যমুনা গ্রুপ। বাংলাদেশের নেতৃত্বে আছে গ্রুপটি। ভবিষ্যতেও থাকবে আশা করি। উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশের এক নম্বর কোয়ালিটির ইলেকট্রনিকস ব্র্যান্ড। যমুনা পণ্যের দেশের সেরা ব্র্যান্ডটি জাহানারা ইলেকট্রনিকসের মাধ্যমে চট্টগ্রামের গ্রাহকের ঘরে ঘরে পৌঁছে যাবে।

এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের সব হোম অ্যাপলায়েন্সেসসহ যাবতীয় কিচেন অ্যাপলায়েন্সেস ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের জীবনকে সহজ, সাবলীল ও নিষ্কণ্টক রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে সব পণ্যে নগদ মূল্য ছাড় সুবিধা রয়েছে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস: রফতানি-কনটেইনার হ্যান্ডলিং-রাজস্ব আদায়ে রেকর্ড
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
চট্টগ্রামে সেন্ট্রাল সিটি হসপিটাল বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল