X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, কোনও বাণিজ্যের সঙ্গে জড়াবেন না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা বলেছেন, ‘গত ১৫ বছর বড় দুঃসময়ের মধ্য দিয়ে কেটেছে বিএনপির নেতাকর্মীদের। একটি এমপি নির্বাচন তো দূরে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা ভোট দিতে পারিনি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে না।’

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগকে চোখে দেখা যায় না। আমাদের সামনে দৃশ্যমান কোনও শত্রু নেই। তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, যারা বিএনপির মতো দল হয়, সেই দলকে ভাঙা যায় না। কিন্তু তার পেছনে শত্রু থাকে। কাজেই আমি নেতাকর্মীদের বলবো সাবধান হতে। মনে রাখবেন, বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। কোনও অন্যায় ও বাণিজ্যের সঙ্গে নিজেদের জড়াবেন না। মানুষ কিন্তু কিছু ভুলে না। আজকে মানুষকে এক হাত পানির নিচে ফেলবেন, কালকে মানুষ আপনাকে ১০০ হাত পানির নিচে নিয়ে যাবে। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সব দাবি পূরণ করবো।’

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে দলের নেতাকর্মীদের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘অনেক সংস্কারের কথা বলা হচ্ছে। এটি ভালো জিনিস। সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্য করা হয়। তবু এইটুকু মনে করিয়ে দিই, প্রথমে সংস্কারের কথা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে ভিশন-২০৩০ নামে রূপরেখা তুলে ধরেছেন তিনি। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে না। তবে এই সংস্কারের জনক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। কাজেই সংস্কার অবশ্যই হবে, তবে সেটি গণমানুষের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে হবে।’ 

অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সরাইল উপজেলার সাবেক সাধারণ আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
রসিদ দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
সর্বশেষ খবর
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন