চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনের সড়কের মাঝখানে হঠাৎ আগুন লেগেছে। সড়কের পাশের গ্যাস লাইনের ‘লিকেজ’ থেকে এ আগুন লাগে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। আগুনের কারণে ষোলশহর দুই নম্বর গেটমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন জ্বলছিল। তবে তীব্রতা ধীরে ধীরে কমে আসছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ষোলশহর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনের সড়কে গ্যাস লাইনে লিকেজ দেখা দিয়েছে। এজন্য আগুন লেগে পাইপ বেয়ে সড়কের ওপর ছড়িয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন বন্ধ হওয়ার পর মেরামতের কাজ শুরু করা হবে।’
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, ‘সড়ক খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসের পাইপ লাইন লিকেজ হয়েছে বলে ধারণ করছি। এ কারণে লিকেজ থেকে আগুন ধরে গেছে। আমরা ওই এলাকায় গ্যাস লাইন বন্ধ করে দিয়েছি। আগুন নিভলে আমরা লাইন মেরামতের কাজ শুরু করবো।’
বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ৮টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গ্যাসের আগুন হওয়ায় পানি দিয়ে আগুন নেভানো যাচ্ছে না। সংযোগ বন্ধ করে দেওয়ায় দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।’