X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

পণ্য নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে বন্দর, অন্যথায় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২৫, ০৮:৫৯আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:৫৯

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য বড় জাহাজ থেকে লাইটার জাহাজে বোঝাইয়ের ৭২ ঘণ্টার মধ্যে সেগুলোকে বন্দরসীমানা ছেড়ে নির্ধারিত গন্তব্যে চলে যেতে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা জারি করে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো যৌক্তিক কোনও কারণ ছাড়াই বন্দরসীমানার মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন পণ্য অবস্থান করে। যা পণ্য সরবরাহ ব্যবস্থায় ও সাধারণ জনগণের ওপর বিরূপ প্রভাব ফেলে।

এভাবে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র এবং জনস্বার্থবিরোধী। এ ছাড়া সীমিত এলাকায় এত অধিকসংখ্যক লাইটারেজ অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি সাপ্লাই চেইনও বিঘ্নিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য পোর্ট লিমিট সব সময় প্রতিবন্ধকতামুক্ত রাখা জরুরি। লাইটার জাহাজসমূহের বন্দরসীমানায় এরূপ অনিরাপদ অবস্থান চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোডের সুস্পষ্ট লঙ্ঘন।

রোজায় পণ্যের সরবরাহব্যবস্থা অবিঘ্নিত রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে মালামাল লোডের ৭২ ঘণ্টার মধ্যে লাইটার জাহাজগুলোকে বন্দরসীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী। ফলে জারিকৃত আদেশ অমান্য হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
১৬২০ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত
চট্টগ্রাম বন্দরে বেড়েছে পণ্য রফতানি ও কনটেইনার পরিবহন
সর্বশেষ খবর
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে ফাইনাল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৫)
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট