X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

পুলিশের সঙ্গে তর্ক, গ্রেফতারের পরদিন জামিন পেলেন সেই ছাত্রদল নেতা

চাঁদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ২২:৩৮আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২২:৩৮

সাংবাদিককে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দেখানোর পরদিনই বহিষ্কৃত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র বিচারিক হাকিম ফারহান সাদিকের আদালতে শাওনকে তোলা হয়। এ সময় আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে শাওনের পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।

জামিন শুনানি চলাকালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শাওনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে বুধবার (১২ মার্চ) সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে শাওনকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং তার মুক্তি চেয়ে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এরই মধ্যে শাওনের দুটি মামলা জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতাদের নির্দেশে দুপুরে ওই কর্মসূচি স্থগিত করা হয়।  

জামিনের ব্যাপারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘সত্য ও ন্যায়ের জয় হয়েছে। দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

অপরদিকে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ শাওন কাবী রিজার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানান। দেশের যেকোনো সংকটকালে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে বলেন এই ছাত্র নেতা।

গত মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় এসটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নুর আলম এবং তার সঙ্গীদের মারধর করার ঘটনাকে কেন্দ্র করে ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে ছাত্রদল নেতা শাওন কাবী রিজাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে তর্ক করার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যার কারণে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে রূপসা দক্ষিণ ইউনিয়নের ছাত্রদল সভাপতি শাওনকে পদ থেকে বহিষ্কার করা হয়।

শাওন কাবী রিজাকে ওই দিন রাতেই আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাইভেটকার গতিরোধ করে মারধর ও পুলিশের কাজে বাধা, এই দুটি বিষয়ে মামলা করা হয়। পরদিন দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার বিকালে চাঁদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

জামিন পেয়ে শাওন কাবী বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছিল। আদালত ন্যায়বিচার করেছেন।’

/এএম/
সম্পর্কিত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
নান্দাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
মাটি ব্যবসা নিয়ে বিরোধে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
রূপান্তরিত ধীবর
রূপান্তরিত ধীবর
বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের নাম জেনে নিন
বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের নাম জেনে নিন
ধান‌ক্ষেতে বৈদ্যুতিক তা‌রে জ‌ড়ি‌য়ে প্রাণ গেলো বন‌্য হা‌তির
ধান‌ক্ষেতে বৈদ্যুতিক তা‌রে জ‌ড়ি‌য়ে প্রাণ গেলো বন‌্য হা‌তির
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
বেবিচকের এভসেক বিভাগের আন্দোলনের নেপথ্যে কারা
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত