X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে

চাঁদপুর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ২১:৩৪আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২১:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগামী নির্বাচন কোনও পেশিশক্তির নির্বাচন হবে না। আগামীর নির্বাচনে টাকা বা পোস্টার লাগিয়ে জিততে পারবেন না। তরুণরা যে টেকনিকের মাধ্যমে জুলাই-আগস্টে লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পুরোনো টেকনিক তারা আবার আগামী নির্বাচনে ব্যবহার করবে এবং এই নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে।’ 

মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সর্বসাধারণ ও এতিমদের সঙ্গে ইফতার মাহফিল এবং আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গতকাল আমাদের সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের ওপর হামলা চালানো হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর যে দল হামলা চালিয়েছে অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে। আগামী নির্বাচনে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, আশা করছি আমাদের জয় হবে। কারণ এই জয় আমরা কোনও ব্যক্তির জন্য চাই না। এই জয় আমরা কোনও পরিবারের জন্য চাই না। এই জয় আমরা কোনও মাফিয়া তন্ত্রের জন্য চাই না। এই জয় আমরা চাই চাঁদাবাজ, মাফিয়াতন্ত্র, স্বৈরশাসকদের বিরুদ্ধে। কোনও মাফিয়াতন্ত্র, অস্ত্রবাজ ও চাঁদাবাজের জয় হবে না। জয় হবে ছাত্র-জনতার।’

শেখ হাসিনার সহযোগীরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এক্ষেত্রে বাংলাদেশের সব জনগোষ্ঠীর মানুষকে আবার আমরা আহ্বান জানাচ্ছি, ভবিষ্যত বাংলাদেশে আওয়ামী লীগ ও তার দোসদের কোনও জায়গা হবে না। আপনারা সাবই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ছাড়বো। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। আওয়ামী লীগের বিষয়ে কোনও আপস নেই। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারাই কথা বলবে, তারাই জাতীয় নাগরিক পার্টির শত্রু। বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না।’

ইফতার মাহফিল অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল ইসলাম বকুল সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব মো. মিরাজ মিয়া, জাতীয় নাগরিক পার্টির হাজীগঞ্জ উপজেলা শাখার নেতা মো. শাহাদাত হোসাইন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
ঢাকায় এনসিপির বিক্ষোভে অংশ নিতে জনতাকে আহ্বান নাহিদ ইসলামের
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠিত
সর্বশেষ খবর
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
তিন বিভাগে বৃষ্টির আভাস
তিন বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী