X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

নোয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ২৩:০১আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২৩:০৪

নোয়াখালীর হাতিয়ায় চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বেগম হত্যা মামলা করেন।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে হত্যাকাণ্ড ঘটে। রাতেই অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেফতার করে পুলিশ। নিহত রাকিব উদ্দিন (৩০) ও গ্রেফতার সাবিক একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব আগে তিনটি বিয়ে করেন। কয়েকদিন আগে চতুর্থ বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টার দিকে নিজ বাড়িতে রাকিবের সঙ্গে সাকিবের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে রাকিবকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর সাকিব নিজেই জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার সকালে এ ঘটনায় থানায় মামলা করা হয়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতার সাকিবকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অসামাজিক কার্যকলাপের অভিযোগ: উত্তরায় হোটেল থেকে নারীসহ গ্রেফতার ১৮
ডিবি পরিচয়ে ডাকাতি: ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ৪
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট পাঠানো হলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট পাঠানো হলো ওসমানীতে
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী