X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
২২ মে ২০২৫, ২০:৫৪আপডেট : ২২ মে ২০২৫, ২০:৫৪

কুমিল্লায় হামলার সাত দিন পর আহত যুবলীগ নেতা মিজানুর রহমান (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২২ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূঁইয়া বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান একজন ঠিকাদার। তিনি খোরশেদ কনস্ট্রাকশনের দোকান থেকে ঠিকাদারি বিভিন্ন প্রয়োজনীয় মালামাল আনতেন। বকেয়া টাকা নিয়ে খোরশেদ আলমের ছেলেদের সঙ্গে কয়েকবার বাগবিতণ্ডা হয়। এ বিরোধের জেরে গত ১৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে কুমিল্লা দৌলতপুর এলাকায় ইট ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।

স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় আহত যুবলীগ নেতা মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে হামলার ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা করেছেন।

আসামিরা হলেন- কুমিল্লা দৌলতপুর পশ্চিম পাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রাশেদুল ইসলাম (৩০), রায়হান (২৮), আক্কাস (৪৬), জিলানী (৩২) ও কুমিল্লার কালিরবাজার হাতিগাড়া এলাকার বিল্লাল (২৭)।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গত ১৫ মে রাতে মিজানুর রহমান হামলায় আহত হন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন শুনেছি। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা মূল আসামি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
কারা হেফাজতে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যুর অভিযোগ, কমিউনি‌টিতে উদ্বেগ‌
করোনায় আরও একজনের মৃত্যু
বরগুনায় ডেঙ্গুতে স্কুলশিক্ষিকার মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
ফিফা ক্লাব বিশ্বকাপরিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
শাপলা দলীয় প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত
সর্বাধিক পঠিত
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
বগুড়ায় ঘরে ঢুকে শ্বশুর ও গৃহবধূকে হত্যা, ধর্ষণের অভিযোগ
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এলো