X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০২:০২আপডেট : ২০ জুন ২০২৫, ০২:০২

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাসিন্দা মো. আরাফাত (১৮), একই এলাকার মোহাম্মদ আনিস (১৮) ও মোহাম্মদ রিয়াজ (১৮)। দুর্ঘটনার পর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন তিন তরুণ। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। তবে কোন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরে হাড় ভাঙা ও নানা আঘাতের চিহ্ন ছিল। আমরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসার আগেই এখান থেকে স্বজনেরা তাড়াহুড়ো করে লাশ নিয়ে গেছেন।’

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘নিহত তিন তরুণ পেশায় গাড়ির হেলপার (সহকারী)। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।’

জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘নিহত তিন তরুণ রাতের ওই সময়ে রেললাইনে কী করছিলেন এবং কীভাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে একজন নিহত, রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সর্বশেষ খবর
ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা আশাবাদী: এজেডএম জাহিদ
ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা আশাবাদী: এজেডএম জাহিদ
শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
শাহবাগ অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল
দ্বিকক্ষ সংসদের প্রয়োজন আছে কিনা, প্রশ্ন উঠেছে: সালাহ উদ্দিন আহমেদ
দ্বিকক্ষ সংসদের প্রয়োজন আছে কিনা, প্রশ্ন উঠেছে: সালাহ উদ্দিন আহমেদ
‘শ্যামাসুন্দরীর পানির প্রবাহ ফিরিয়ে আনার কাজ চলতি মৌসুমে শুরু করা হবে’
‘শ্যামাসুন্দরীর পানির প্রবাহ ফিরিয়ে আনার কাজ চলতি মৌসুমে শুরু করা হবে’
সর্বাধিক পঠিত
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি