X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৬, ১৭:২৭আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৭:২৭

. নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় নিহত বেদেনা আক্তার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। আর মজিবুরের বাড়িও একই গ্রামে।
আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা হলেন মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৪২), মেয়ে মিনারা বেগম (২০), নাতনি তাসমিয়া (২), তাসমিয়ার বাবা দিলু মিয়া (২৮), ফরিদা বেগম (৩৫), তার ছেলে নিলয় (৮), অনিকা বেগম (৫০), আমজাদ হোসেন (৪০) ও আল মামুন (১৮)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গাজীপুর-মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী টেম্পু সোনারগাঁওয়ের সাদিপুর তালতলা যাচ্ছিল। এসময় উপজেলার ললাটি এলাকায় টেম্পুটিকে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়।’

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত বেদেনা আক্তার (৬৫) নামের একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পর মজিবুর রহমান (৪৫) নামের অপর একজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক ও বাসটিকে জব্দ করে পুলিশ। তবে ঘটনার পরই চালক পালিয়ে যায়।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ