X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শিক্ষক শ্যামল কান্তি লাঞ্ছনা: দ্বিতীয় দিনে ১২ জনের বক্তব্য গ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৮:৫৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৫৮

মঙ্গলবার তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কানে ধরে উঠবসের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মত গণশুনানি করে ১২ জনের বক্তব্য নিয়েছেন। এর মধ্যে ওই শিক্ষক শ্যামল কান্তিও ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজ মিলনায়তনে তিন সদস্যের দলের কাছে নিজের বক্তব্য দেন শ্যামল কান্তি। পরে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আরও ১২ জনের বক্তব্য গ্রহণ করা হয়। এদিকে, মঙ্গলবার নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও এলাকাবাসী তদন্ত কমিটির কাছে আলাদা তিনটি আবেদন দিয়েছেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাস ও মহানগর পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি শিপন সরকার জানান, তারা আলাদা লিখিত বক্তব্য তদন্ত কমিটির কাছে পেশ করেছেন। তবে কী আছে সেটা জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার শ্যামল কান্তি সাহা ছাড়াও নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আবদুল্লাহ আল মাসুদ, বন্দর থানার ওসি আবুল কালাম, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, স্কুলের সাবেক সদস্য মোবারক হোসেন, কল্যান্দী এলাকার দোকানদার শাহীন ও সামসুজ্জামানের বক্তব্য গ্রহণ করা হয়।

এর আগে সোমবার তদন্ত কমিটি ১৯ জনের বক্তব্য গ্রহণ করেন।

আরও পড়ুন:
ধর্মীয় অনুভূতির বিষয়টি রাজনৈতিক: শ্যামল কান্তি ভক্ত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার