X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিদ্যালয় মাঠে বিটুমিনের চুল্লি, ঝুঁকির ‍মুখে শিশুদের স্বাস্থ্য

শরীয়তপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৬

বিদ্যালয় প্রাঙ্গণে পুড়ছে বিটুমিন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিটুমিন গলিয়ে পাথর মেশানোর জন্য চুল্লি বসানো হয়েছে। এর ফলে বিদ্যালয়ের শিশুদের স্বাস্থ্য ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। একইসেঙ্গে লেখাপড়াতে ঘটছে বিঘ্ন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিদ্যালয়-প্রাঙ্গণে ঠিকাদারি কাজের মৌখিক অনুমতি দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনের কাছে স্বীকার করলেও শিশুদের ক্ষতির প্রশ্নে ছিলেন নিরুত্তর।

এছাড়া সপ্তাহকালের কম ব্যবধানে বার্ষিক পরীক্ষা শুরু হবে বলে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন থাকায় স্থানীয়রা অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাচ্ছেন না বলে জানা গেছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, নড়িয়া উপজেলার মাঝিরহাট বাজার থেকে জপসা ইউনিয়নের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ চলছে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির উন্নয়ন কাজ করছে ইএস ট্রেড ইন্টারন্যাশনাল। রাস্তার উন্নয়ন কাজের জন্য প্রয়োজনীয় পাথর, বিটুমিন, বালিসহ সমস্ত উপকরণ নশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাখা হয়েছে।

গত ০১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে বিদ্যালয় মাঠে চুল্লি জ্বালানো হয়েছে। চুল্লিতে বিটুমিন গলিয়ে পাথর মেশানো করা হচ্ছে। এতে জ্বালানি হিসেবে গার্মেন্টেস’র ঝুট ব্যবহার করা হচ্ছে। এর ফলে ঘটছে যে বায়ু দূষণ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ পেলেই চুল্লির আশেপাশে জড়ো হচ্ছে। উত্তপ্ত চুল্লির চারিপাশে কোনও প্রতিবন্ধক না থাকায় যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে মনে করছে স্থানীয়রা।

নাম প্রকাশ না করার অনুরোধে স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, স্কুলমাঠে ঝুট পুড়িয়ে চুল্লি জ্বালিয়ে পিচ গলানো হচ্ছে। তাদের ভাষ্য, ‘চুল্লির ধোঁয়ায় আমাদেরই শ্বাস নিতে সমস্যা হয়। বাচ্চাদের তো আরও বড় সমস্যা হবে। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েরা সারাদিন স্কুল মাঠে ছোটাছুটি করে বেড়ায়। কখন কী ঘটে যায়, কে জানে?’

নাম প্রকাশ না করার অনুরোধে বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, কয়েকদিন পরেই ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা। তিনি মনে করেন, শেষ সময়ে ওদের পড়াশোনায় বিঘ্ন ঘটলে রেজাল্ট খারাপ হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার কাছ থেকে লিখিত কোনও অনুমতি না নিলেও ঠিকাদারের লোকজন মৌখিকভাবে জানিয়েছে।’ চুল্লি ও চুল্লির ধোঁয়া শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর জেনেও কেন নিষেধ করা হয়নি, এ প্রশ্নের কোনও উত্তর তিনি দেননি।

স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ নড়িয়ার উপ-সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, রাস্তার দুই পাশে কোথাও জায়গা না থাকায় ঠিকাদার স্কুল মাঠটি ব্যবহার করছেন।

এ বিষয়ে ইএস ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী আনোয়ারা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, কাজটি আমি সাবকন্টাক্টে কয়েকজন ঠিকাদারকে দিয়েছি। তারা কিভাবে কাজ করছে আমি জানি না।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুল মাঠ থেকে সবকিছু সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা আমাদের কথা না শুনে তাদের মতো কাজ চালিয়ে যাচ্ছে।’

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ