X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘রিস্কে’ আছেন আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের চেয়ে বেশি ‘রিস্কে’ আছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তার ওপর চাপও অনেক বেশি। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে নির্বাচনি এক মতবিনিময় সভায় আইভী এসব কথা বলেন। ওই সভায় নাসিক নির্বাচনের মেয়র পদে অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে আইভীর বিরুদ্ধে নির্বাচিন আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগ করেন সাখাওয়াত। এর জবাবে আইভী বলেন, ‘সাখাওয়াত ভাই, আপনি সাঁতার জানলে ভেসে উঠতে পারবেন। নির্বাচন সুষ্ঠু হবে না, এটা বলা ঠিক হবে না। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করছি, সুষ্ঠু নির্বাচনের দাবি করছি। আপনি ভালো করেই জানেন, আমাকে কী পরিমাণ চাপের মধ্যে থাকতে হয়, নিজের দলের মধ্যেও কী পরিমাণ অস্বস্তি নিয়ে কাজ করতে হয়। তাই নির্বাচনকে উপলক্ষ করে মিথ্যা কথা বলা বা পরিবেশ অন্য দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। সুষ্ঠু নির্বাচন হোক, ভালো নির্বাচন হোক। মানুষ যাকে ভোট দিবে, সে-ই মেয়র হবে।’

আইভী আরও বলেন, ‘২২ তারিখ পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী। তারপর কিন্তু আমাদের এখানেই একসঙ্গে বাস করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের মতো একজন অন্যজনকে দোষারোপ না করি। নারায়ণগঞ্জের মানুষ কী চায়, তারা কাকে ভোট দেয়, আমরা সেটা দেখি। তাতে আমরা সবাই ভালো থাকতে পারবো। এ ধরনের কথা বলে ঘোলা পরিবেশ তৈরি না করাটাই ভালো।’

নিজের জীবনের ঝুঁকি প্রসঙ্গে আইভী  বলেন, ‘অস্ত্রধারী যদি আমার ভাই-ও হয় এবং তার কাছে যদি কোনও অবৈধ অস্ত্র থাকে সেটাও যেন প্রশাসন জব্দ করে। আমি এ বিষয়ে কোনও কারণে ফেভার চাই না। এমনকি শহরে যদি এ ধরনের অবৈধ অস্ত্র থাকে তাহলে আমি মনে করি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখায়াত হোসেনের চেয়েও আমার জীবনের ‘রিস্ক’ বেশি। আমি আমার জীবনের নিরাপত্তার জন্যই বলছি, নারায়ণগঞ্জ শহরে কারও কাছে যেন কোনও অবৈধ অস্ত্র না থাকে। কোথাও কোনও জায়গায় অপরিচিত কাউকে দেখলেই যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, এলডিপির বহিস্কৃত নেতা কামাল প্রধান ও কল্যাণ পার্টির বহিস্কৃত নেতা রাশেদ ফেরদাউস।

আরও পড়ুন:

ভোটের ৭দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি সাখাওয়াতের 

/টিআর/আপ-বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ