X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৩:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:১৭

মানিকগঞ্জে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন মানিকগঞ্জের হরিরামপুরে আবদুল হালিম হত্যা মামলার রায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিরামপুর উপজেলার আবদুর রাজ্জাক (৩০), সমির উদ্দিন (২৬) ও মফজেল মিয়া (২৮)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আবদুল হালিম মোটরসাইকেলসহ নিখোঁজ হয়। দুইদিন পর (১৮ মার্চ) পার্শ্ববর্তী লেছড়াগঞ্জ এলাকায় মোটরসাইকেলসহ আটক হয় সমির।
তার স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুরের আন্ধারমানিক চর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করে পুলিশ।

ওইদিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অপর আসামি রাজ্জাক, মফজেল ও বাতেনকে আটক করে। তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এরই মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক আসামি বাতেন মারা যায়। বাকি তিন আসামির মধ্যে মফজেল জামিন নিয়ে পলাতক রয়েছে। অপর দুই আসামি সমির ও রাজ্জাকের উপস্থিতিতে বিচারক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এই মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবদুস সালাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ