X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

হেফাজতের মামলায় জামিন পেলেন রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৭:১৩আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:১৮

 

রফিউর রাব্বি0 ( ফাইল ছবি: সংগৃহীত) ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মুক্তিযুদ্ধ বিষয়ে কটূক্তির অভিযোগে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ফেরদাউসুর রহমানের দায়ের করা মামলায় জামিন পেলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ জামিন মঞ্জুর করেন। আগামী ৪ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। রফিউর রাব্বির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ মে একই আদালত রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি করে ২৫ মে মামলার দিন ধার্য করেন।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, ‘রফিউর রাব্বি ধর্মবিরোধী কোনও বক্তব্য দেননি। ধর্মীয় অনুভূতিতেও কোনও আঘাত করেননি। তিনি শুধু রাষ্ট্রের মূলনীতির যে বিষয়টি মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক ছিল, সে বিষয়ে বক্তব্য দিয়েছিলেন।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল আরেফিন বলেন, ‘বাদী ধর্মীয় অবমাননার অভিযোগে মামলার আবেদন করেছেন। পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করেছে। আদালত শুনানি শেষে রাব্বির জামিন মঞ্জুর করেছেন।’

রফিউর রাব্বি বলেন, ‘হেফাজতনেতা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখতেই এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি যেন আদালতে উপস্থিত হতে না পারি, সে জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আদালতের প্রবেশ পথে অবস্থান নিয়ে আমার বিরুদ্ধে নানা স্লোগান দেন।’

উল্লেখ্য, ১৯ এপ্রিল নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগে মামলা দায়ের করেন হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান। ডিবি পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে আদালত রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি করেন।

/জেবি/  এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি