X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

৫৭ ধারায় জাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাবি প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ২০:০৩আপডেট : ০৮ জুন ২০১৭, ২৩:৪৭

 

৫৭ ধারায় জাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) এক  শিক্ষার্থীর দায়ের করা মামলায় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক পল্লব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার টেপড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত পল্লব আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ)  ৪০তম আবর্তনের শিক্ষার্থী। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানায়।

মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ইমরান ফয়সাল বলেন, ‘পল্লব আহমেদ গত ২৪ মে মহানবীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এতে ক্যাম্পাসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সবার পরামর্শে মামলাটি করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ মে সকাল ৯টা ২৮ মিনিটে এক স্ট্যাটাসে পল্লব আহমেদ বলেন, ‘ধর্মীয় জঙ্গিবাদের আবিষ্কারক তথাকথিত মহানবী, শেষনবী/রাসূল হযরত মোহাম্মদ। **ব্যাখ্যা পরবর্তী সংস্করণে।’

এরপর স্ট্যাটাসটি মুছে ফেলে পরদিন ২৫ মে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে দেওয়া আরেক স্ট্যাটাসে বলেন, ‘আমি অতীব দুঃখিত, বক্তব্যটা রাখার সময় তা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে সেটা বিবেচনায় না আনায় আমি সত্যই দুঃখিত। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা আমারও অপছন্দ। কিন্তু দুর্ঘটনাবশত আমার দ্বারা এমন কাজ হয়ে যাওয়ায় সত্যিই খুব দঃখিত। আরও দুঃখিত নিজের সঙ্গে সংগঠন, হল বন্ধু-বান্ধব সিনিয়র, জুনিয়র, পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের বিব্রততকর পরিস্থিতিতে ফেলার জন্য। বক্তব্যটা একান্তই আমার নিজস্ব মতামত ছিল। কারও প্রভাবের জন্য নয়।’

এর পর এই স্ট্যাটাসটিও ফেসবুক থেকে সরিয়ে নেন পল্লব।

বৃহস্পতিবার বিকালে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মামলা রেকর্ড হচ্ছে। আগামীকাল গ্রেফতারকৃত ছাত্রকে আদালতে পাঠানো হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘পুলিশ এ বিষয়ে আমাদের এখনও কিছু জানায়নি। ঘটনা মাত্র শুনলাম।’

/জেবি/এমএ/

আরও পড়তে পারেন: রমেকের বার্ন ইউনিটের এসিসহ সব ফ্যান নষ্ট: ইনফেকশনে ৭ রোগীর মৃত্যু

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
মায়ের জন্য নিউইয়র্কে মাহফিল আয়োজন
মা দিবসমায়ের জন্য নিউইয়র্কে মাহফিল আয়োজন
পাসের হার কত?
এসএসসি ২০২৪পাসের হার কত?
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১১ জন নিহত
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১১ জন নিহত
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?