X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় নিহত ওসি সালাহউদ্দিনের বাড়িতে নেই ঈদ আনন্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ০১:৪৮আপডেট : ২৬ জুন ২০১৭, ০১:৪৮

বিগত ঈদগুলোতে যার কাছ থেকে পেতেন নতুন জামা-কাপড় সে না থাকায় এবারের ঈদে কেনা হয়নি নতুন পোশাক। পরিবারের সবার সেই প্রিয়জনকে ছাড়াই কাটবে এবারের ঈদ। তাই আনন্দের চেয়ে বেদনায় এবার ঈদে সঙ্গী ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানের তিন ভাইয়ের পরিবারে।

শুনশান নিহত ওসি সালাহউদ্দীনের গ্রামের বাড়ি জানা যায়, শহরের ব্যাংকপাড়া নিবাসী ও এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃত আব্দুল মান্নান খানের ৭ ছেলে ও ৪ মেয়ে। ১১ ভাই বোনের মধ্যে ওসি সালাহউদ্দিন খান ছিলেন ষষ্ঠ। বাবার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন সে নিজ কাঁধে। তাই পরিবারের সদস্যদের কাছে তিনি ছিলেন বাবার সমতুল্য। পুরো পরিবারটিই তার ওপর ছিলো নির্ভরশীল, পরিবারের প্রতিটি সদস্যের যাবতীয় খরচ তিনি নির্বাহ করতেন।

ঈদের আগের দিন তাদের বাড়িতে গিয়ে দেখা গেছে, কয়েকদিন পর ঈদ হলেও নেই কোনও আনন্দ, বাড়ি অনেকটাই শুনশান। প্রতিবছর ঈদের সময় গরীব মানুষকে নতুন কাপড় ও টাকা দিয়ে সহযোগিতা করতেন। বর্তমানে সালাহউদ্দিন খানের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন ঢাকায়। গ্রামের বাড়ির সঙ্গে তারও তেমন যোগাযোগ আর নেই।

নিহত সালাউদ্দিনের বড় ভাই রাজুউদ্দিন বাড়িতে বসেই কথা হয় সালাউদ্দিনের বড় ভাই রাজুউদ্দিনের সঙ্গে। তিনি জানান, প্রতিবার ঈদ এলেই গোপালগঞ্জে আসতেন সালাহউদ্দিন। পরিবারের সবাইকে কিনে দিতেন নতুন জামা-কাপড়। শুধু তাই নয় পুরো পরিবারটিকেই চালাতো সে। তাই অনেকটা আনন্দহীন কাটবে এবারের ঈদ। পরিবার চালানোর একমাত্র ব্যক্তিকে হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন তারা।

প্রতিবেশী ও গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘ওসি সালাহউদ্দীন আহমেদ একজন সাহসী পুলিশ অফিসার ছিলেন। আর তার এ সাহসিকতার জন্য তাকে অকালে জীবন দিতো হলো। পরিবার আর প্রতিবেশিই নয় সাধারণ গরীর মানুষের জন্য কাজ করতেন তিনি। সে না থাকায় এবছর আর যাকাতের কাপড় দিতে পারিনি।’

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানসহ পুলিশের দুই কর্মকর্তা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ