ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও রেলস্টেশনে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। বুধবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই রেলপথের চারটি ট্রেন যাত্রার অপেক্ষায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, গফরগাঁও স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ওই পথের চারটি স্টেশনে চারটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেলস্টেশনে, জাজিরাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন মশাখালী, ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর এবং ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ধলা স্টেশনে যাত্রার অপেক্ষায় রয়েছে।
তিনি জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের স্থানীয় কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন।
আরও পড়ুন:
সাথীকে আত্মহত্যার প্ররোচণা মামলা: এখনও গ্রেফতার হয়নি ইয়ামিন ও তার বাবা আমিনুর