X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

খাবার নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ছাত্রাবাস বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ০২:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ০২:৩৫

গাজীপুর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রাবাসে আগে খাবার নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আসাদুজ্জামান (২৪) নামে এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে ৭টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। আহত আসাদুজ্জামান ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ওই কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসের ডাইনিং রুমে বুধবার বেলা পৌনে ৩টার দিকে আগে খাবার নেওয়াকে কেন্দ্র করে আসাদুজ্জামানের সঙ্গে একই ছাত্রবাসের নিবাসী ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদৌসের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ নূরুজ্জামান খান ও ছাত্রাবাস সুপার কাউসার আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিটমাট করে দেন। তারা ঘটনাস্থল ত্যাগ করার পরপরই ছাত্রাবাসের সামনে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে আসাদুজ্জামানকে এলোপাতাড়ি কোপায়। পরে গুরুতর আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত আসাদুজ্জামানের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা জানান, হামলায় এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে সাতটার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির-১ জানান, খাবার নেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা
ক্যাম্পকে ‘যুদ্ধক্ষেত্র’ ভেবে বড় হচ্ছে যে শিশুরা
২৩ নাবিকের পরিবারে উৎসবের আমেজ
২৩ নাবিকের পরিবারে উৎসবের আমেজ
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন আশঙ্কামুক্ত
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জীবন এখন আশঙ্কামুক্ত
ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর অবসর ঘোষণা
ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রীর অবসর ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
রাজধানীর ফিটনেসবিহীন গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা