X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ফতুল্লা বিসিক শিল্পনগরীতে জলাবদ্ধতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৮, ২০:৪৬আপডেট : ২১ মে ২০১৮, ২১:৪৮

 

ফায়ার সার্ভিস স্টেশন অফিসে পানি চার দিনের টানা বর্ষণে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীর একটি অংশ ও পাশের বেশ কয়েকটি গ্রামে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশন অফিসের ভেতরেও পানি। পাশের পশ্চিম শাসনগাঁওসহ কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে ঢুকে পড়ছে শিল্পকলকারখানার ক্যামিকেল মিশ্রিত বিষাক্ত ও উৎকট দুর্গন্ধ যুক্ত পানি। জলাবদ্ধতার কারণে কয়েক হাজার শ্রমিক ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিসিকের নিউ সেঞ্চরি নিটিং অ্যান্ড ফেব্রিক্স কারখানার মালিক আব্দুল আলী  জানান,  বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় পানি উপচে এসে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেছে। এতে নিটিং সুতা, ফেব্রিক্স ও মেশিনের ক্ষতি হয়েছে।

পেনটেক্স গার্মেন্টের শ্রমিক আবুল বাশার জানান, বিসিক শিল্পনগরী কাছাকাছি হওয়ায় অনেক শ্রমিক শাসনগাঁ এলাকায় বসবাস করে। কিন্তু পানি নিষ্কাশনের খাল ভরাট করায় বাড়ি-ঘরে পানি জমে আছে। আবার বিসিকের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।  

শাসনগাঁওয়ের বাসিন্দা মোক্তার হোসেন পান্না জানান, বিসিক শিল্পনগরীর উত্তরপাশের একটি ব্যক্তি মালিকানা জলাধার দিয়ে বিসিক শিল্পনগরী ও পাশের বাড়িঘরের পানি সরকারি খালে গিয়ে পড়তো। কিন্তু একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক সম্প্রতি ওই ব্যক্তিগত জলাধারটি শিল্পকারাখানা নির্মাণের জন্য বালু ফেলে ভারাট করে ফেলে। এতে করে বিসিক শিল্পনগরী ও পাশের বাড়িঘরের পানি নিষ্কাশন সম্পন্ন বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি আটকে বাড়িঘর ও বিসিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, জলাবদ্ধতার কারণে ফায়ার স্টেশনটি অকেজো হয়ে পড়ে আছে। যার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। আর কর্মীরা অবস্থান নিয়েছেন পাশের একটি মসজিদে।

ফতুল্লার বিসিক শিল্পনগরীতে জলাবদ্ধতা ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, শিল্প্রতিষ্ঠান নির্মাণের কারণে পানি নিষ্কাশনের জলাধার বালু ফেলে ভরাট করায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।তিনি জানান, পাশের গ্রামগুলো নীচু, আর যে জয়াগাটি ভরাট করা হয়েছে সেটি অনেক উঁচু। তাই পানি সরছেনা। স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য এলজিআরডির মধ্যমে সাত ফুট প্রশস্ত একটি কালভার্ট ড্রেন নির্মাণ করার জন্য প্রকল্প পাঠানো হয়েছে। এটি মন্ত্রণালয় থেকে পাস হয়ে এলে কাজ শুরু হবে। তবে পানি নিষ্কাশনের জন্য অস্থায়ী ভিত্তিতে ভেকু দিয়ে মাটি কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেনে আরা বেগম জানান, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে জলাবদ্ধতার কারল চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়টি অবগত করা রয়েছে। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য ড্রেন নির্মাণের চেষ্টা চলছে। অস্থায়ী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি