X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
২২ মে ২০১৮, ১১:২৮আপডেট : ২২ মে ২০১৮, ১১:২৮

ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি বড় তিনটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বার গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও গাছগুলো কোথায় রাখা হয়েছে তা কেউই বলতে পারেননি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজরলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর-শিবরামপুর এলজিইডির সড়কের পাশে ১৯৮৬ সালে লাগানো বেশ কিছু বড় আকারের মেহগনি গাছ ছিল। তার মধ্যে গত এক সপ্তাহ আগে ঝড়ে দুটি গাছ পড়ে যায় এবং কালভার্ট নির্মাণের জন্য একটি গাছ কেটে রাস্তার পাশে রাখা হয়।
রবিবার (২০ মে) রাতে সেখান থেকে তিনটি মেহগনি গাছ নসিমনে করে নিয়ে যায় মাচ্চর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার রশিদ মাল্যা। স্থানীয়রা গাছগুলো নিতে বাধা দিলে রশিদ মাল্যা তাদের বলেন, ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সী গাছগুলো ইউনিয়ন পরিষদে নিতে বলেছেন।
ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ খলিলপুর এলাকার মনির উদ্দিন মল্লিক বলেন, রাস্তার পাশে বড় আকারের তিনটি মেহগনি গাছ ছিল। সেগুলো রশিদ মেম্বার নিয়ে যায়। আমরা বাধা দিলে সে চেয়ারম্যানের কথা বললে আমরা আর কিছু বলিনি। তিনি জানান, তিনটি গাছের আনুমানিক মূল্য কমপক্ষে আড়াই লাখ টাকা।
মাচ্চর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডর মেম্বার রশিদ মাল্যা বলেন, ‘গাছগুলো ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সী কেটি নিতে বলেছেন। তার কথায় গাছগুলো কেটে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছি।’
গাছগুলো কাথায় রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে রশিদ মেম্বার বলেন, সেটি চেয়ারম্যান সাহেব জানেন।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে মাচ্চর ইউপি চেয়ারম্যান জাহিদ মুন্সী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে গাছগুলো কেটে এক স্থানে রাখার কথা। সেখান থেকে টেন্ডারের মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে।
বর্তমানে গাছগুলো কাথায়, এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান জানান, গাছগুলো মেম্বারের হেফাজতে রাখা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ