X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পটল চাষে ভাগ্য বদল ছলেমান মোল্লার

তানভীর মাহমুদ, রাজবাড়ী
১৭ জুলাই ২০১৮, ০৭:৪১আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:১৬

নিজ পটল ক্ষেতে ছলেমান মোল্লা রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক ছলেমান মোল্লা (৬০)। দীর্ঘদিন ধরে নানা সবজি চাষে লোকসানের পর কাজলা জাতের পটল চাষ করে তিনি আজ স্বাবলম্বী হয়েছেন। তার দেখাদেখি গ্রামের অনেক কৃষকই এই জাতের পটল চাষ শুরু করেছেন। সারা বছর চাহিদা থাকায় এবং অন্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ায় পটল চাষের দিকে ঝুঁকছেন এই অঞ্চলের চাষিরা। পটলের আবাদ বাড়াতে এতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষক ছলেমান মোল্লার সঙ্গে আলাপকালে তিনি জানান, ৭-৮ বছর আগে তিনি তার মেহগনি বাগান কেটে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৫০ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেন পটলের আবাদ। প্রথম বছরেই তিনি পান ব্যাপক সফলতা। এরপর থেকে তিনি নিয়মিত পটল চাষ করে আসছেন। চলতি মৌসুমেও নিজস্ব ৫০ শতাংশ জমির সঙ্গে বর্গা নেওয়া ৩০ শতাংশ জমিতে পটলের চাষ করেছেন তিনি।

ছলেমান মোল্লার ক্ষেতের কাজলা জাতের পটল ছলেমান মোল্লা বলেন, ‘জমি তৈরি থেকে শুরু করে, বীজ, সার, মাচা তৈরিসহ সব মিলিয়ে পটলের আবাদে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। ফলন ভালো হলে এখান থেকে সব খরচ বাদ দিয়েও বছর শেষে প্রায় ৫০-৬০ হাজার টাকা লাভ থাকে। ৫০ শতাংশ জমি থেকে সপ্তাহের প্রায় প্রতিদিনই আড়াই মণ পটল তুলে বাজারে বিক্রি করি। গত চৈত্র মাস থেকে চলতি আষাঢ় মাস পর্যন্ত প্রতি কেজি ২০ টাকা থেকে সর্বোচ্চ ৪৫ টাকা কেজি দরে পাইকারী দামে পটল বিক্রি করেছি।’

ছলেমান মোল্লার সাফল্য দেখে আগ্রহী হয়ে তার ছেলে জিয়াউর রহমান বর্গা নেওয়া ৬০ শতাংশ, এলাকার আমির উদ্দিন ৪০ শতাংশ, সালামত মোল্লা ৬০ শতাংশ ও আলমগীর ৯০ শতাংশ জমিতে পটল চাষ করেছেন।
নিজ পটলের ক্ষেতে কাজ করছেন ছলেমান মোল্লা স্থানীয় কৃষক মো. ওহেদ সরদার, ইসমাইল মণ্ডল ও লোকমান বেপারী বলেন, ‘কৃষক ছলেমান মোল্লা সার্বক্ষণিক তার পটল ক্ষেতে কাজ করেন। সময় মতো সেচ ও সার প্রয়োগসহ সব ধরণের যত্ন করে এলাকার অন্য পটল চাষিদের চেয়ে ভালো ফলন পান। বাজারে তার পটলের কদরও বেশি। আমরা মনে করি, ছলেমান একজন স্বাবলম্বী কৃষক। পটলের ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে পটল চাষের পরিধি আরও বাড়বে।’

এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.বাহাউদ্দিন শেখ জানান, রাজবাড়ী সদর উপজেলায় এ বছর ২১০ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। সেক্স ফেরোমন ট্র্যাপ (কীটনাশক ফাঁদ) ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। কারণ এতে কীটনাশকের ব্যবহার প্রায় অর্ধেক হ্রাস পেয়েছে। উপজেলা কৃষি অফিস সব সময় আধুনিক পদ্ধতিতে পটল উৎপাদন এবং পোকা-মাকড় ও রোগ দমনে আইপিএম পদ্ধতিসহ বিভিন্ন কার্যকর পরামর্শ দিয়ে থাকেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ