X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে’

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১৮:১৭আপডেট : ২৩ মে ২০১৯, ১৮:২৩

বক্তব্য রাখছেন মোহাম্মদ মোজাম্মেল হক খান (ছবি– প্রতিনিধি)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, ‘অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। কয়েকজন সরকারি কর্মকর্তা দুদকের মামলার ভয়ে মৃত্যুবরণ করেছে। বর্তমানে দুদক দুর্নীতি প্রতিরোধে অনেক সোচ্চার। আমাদের কলেবর আরও বৃদ্ধি করা হচ্ছে। সরকার এজন্য আমাদের প্রচুর অর্থের যোগান দিচ্ছে।’

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দুদকের উদ্যোগে ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের গণ-শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, ‘দুর্নীতির প্রতিকার নয়, প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। সব নাগরিক যাতে সমানভাবে সেবা পায়, তারও ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া সরকারি সব কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিতে বাংলাদেশ ১৪৩তম স্থানে আছে। টিআইবি বলছে, দুদকের অবস্থা বেশি ভাল নয়, কিন্তু তারা পরিষ্কার করে এ ব্যাপারে কিছু বলেনি। ২৩টি জেলায় আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির অফিস আছে। সারা দেশেই পর্যায়ক্রমে দুর্নীতি প্রতিরোধ কমিটির অফিস করা হবে। বর্তমান সরকারও দুর্নীতি দমনে কঠোর অবস্থানে রয়েছে।’

ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদকের পরিচালক মো. আক্তার হোসেন, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন ও কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম বেদৌড়া আলী প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ